তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বৈঠক করেছে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন রোমন।
সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ওসির অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচজন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি অংশ গ্রহণ করে।
আলোচনায় তৃতীয় লিঙ্গের মানুষদের বঞ্চনা দূর কর করতে তাদের যে কোনো সমস্যার বিষয়ে ওসিকে জানাতে বলা হয়। এ সময় ওসি তাদেরকে সুন্দর ব্যবহার করে মানুষের মন জয় করার আহ্বান জানান। তবে কাউকে হয়রানি না করার বিষয়েও তাদেরকে অবহিত করা হয়।
জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন রোমন বলেন,তৃতীয় লিঙ্গের মানুষ সব গুণ নিয়েই জন্মগ্রহণ করে। কোনো অংশেই তারা অন্যদের চেয়ে কম নয়। সবার উচিত তাদের বিষয়ে মানসিক সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে তাদের প্রতি সঠিক দায়িত্ব পালন করা। তারা যেন কোনো প্রতিবন্ধকতার স্বীকার না হয়।
Leave a Reply