ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি নির্বাচিত হয়েছে এম এ কবির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সন্টু। শুক্রবার(১৯ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে বিরামহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটি’র কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী বে-সরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ কবির, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম মল্লিক, সহ-সভাপতি লিটন হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সন্টু, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক বিএম আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক এসএম রবি, সাংবাদিক ও সংবাদপত্র বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন, কোষাধ্যক্ষ সবুজ মিয়া, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন, নির্বাহী সদস্য মাজেদ রেজা বাধন, শিহাব মল্লিক, রাকিবুজ্জামান জিহাদ। নির্বাচিত ১৩ সদস্যদের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো।
উল্লেখ্য ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটি
নির্বাচনে ৩৮ জন ভোটারদের মধ্যে ১৩ পদে ২৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
Leave a Reply