সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের আত্মীয় পরিচয়ে চাকরি দেয়া, জমি উদ্ধার, ফ্ল্যাট উদ্ধারসহ যেকোনো কাজ করে দেয়ার নামে কৌশলে অর্থ আত্মসাৎ করত একটি চক্র। এ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ (র্যাব)।
বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কাফরুল থানাধীন মিরপুর-১০ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৪-এর একটি আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলেন শেখ হাবিবুর রহমান ওরফে এসকে হাবিব (৫৮), মো. খলিলুর রহমান (৬২) ও মো. আবু সাইদ (৫২)।
এ সময় ফ্ল্যাট ছাড়িয়ে দেয়ার নামে নেয়া নগদ ১ লাখ টাকাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
জানা যায়, চক্রের মূল হোতা শেখ হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। তিনি এসএসআই করপোরেশন নামে একটি সংস্থা খুলে এর মাধ্যমে চাকরি দেয়াসহ বিভিন্ন কাজ করে দেয়ার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন। চক্রের অন্য সদস্যরাও রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত।
Leave a Reply