1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
# আহারে # খোরশেদ ।। সমাজে নতুন অপরাধী চক্র তৈরী হচ্ছে কিন্তু ভবিষ‍্যতে এদের রক্ষা করবে কে??।। – – – আশিক ফারুকী “অতঃপর” __ সালমা আক্তার বীরাঙ্গনা নই আমি মুক্তিযোদ্ধা – – – শাহনাজ পারভীন মিতা জলপাই রঙের স্বাধীনতা – – – আরিফুল হাসান প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান – – – স্বাধীন আজম –   টাঙ্গাইল জেলা প্রতিনিধি, স্বপ্নমায়া – – – – মাহজাবীন আহমেদ বুড়ি মরে গেল – – – মোঃ আবদুল্লাহ ইউসুফ ইমাম প্রযুক্তির দুনিয়ায় শিক্ষার্থীদের এখন উন্নত জীবন গড়ার দারুণ সময়:– ————–টিপু সুলতান লেখক ও সমাজ চিন্তক ডায়াবেটিস নিয়ে সচেতনতাই পারে ডায়াবেটিস রোগ নির্নয় ও রোগের চিকিৎসা এবং সঠিক ব্যবস্থাপনা – – – ডা: সাদিয়া আফরিন 

জাতীয় মেধা তালিকায় সাফল্য অর্জনকারী সৃষ্টি শিক্ষা পরিবারের অন্যতম প্রতিষ্ঠানসৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল প্লে থেকে নবম শ্রেণিতে ভর্তি চলছে ——

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৪৫৬ বার
🔷 জাতীয় মেধা তালিকায় সাফল্য অর্জনকারী সৃষ্টি শিক্ষা পরিবারের অন্যতম প্রতিষ্ঠান🔸সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল 🔸প্লে থেকে নবম শ্রেণিতে ভর্তি চলছে🔶
🔶 বিগত বছর গুলোর সেরা সাফল্য
🔹 বোর্ড স্ট্যান্ড-১০ জন
🔹 এসএসসি এ+ ৮৭৯৮
🔹 জেএসসি এ+ ৪৫৪৮
🔹 পিইসি এ+ ৩২৯৬
🔶 আমাদের একাডেমিক কার্যক্রম:
🔹 আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার অনুসরণ।
🔹 শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আনন্দদায়ক ও অংশগ্রনমূলক পদ্ধতিতে পাঠদান।
🔹 গনিত, ইংরেজি, বিজ্ঞান, পদার্থ ও রসায়ন বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে
পাঠদান ।
🔹প্রশিক্ষিত শিক্ষক দ্বারা নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদান।
🔹 শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহারিক ক্লাস ও বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করা ।
🔹 প্রচলিত সাধারন স্কুল থেকে ব্যতিক্রমধর্মীও পাশ্চাত্য দেশের মত ব্যাবহারিক পদ্ধতিতে পড়া শেখানো ও বিশেষ ব্যবস্থায় তা আদায় করে নেয়া হয়।
🔹 পড়া শিক্ষার্থীদের কাছে আকষর্ণীয় করে তুলতে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেয়া হয়।
🔹 যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ উপযোগী করে শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়।
🔶 অন্যান্য দিক সমূহ:
🔹 সহশিক্ষা কার্যক্রম- ডিবেট (বাংলা ও ইংরেজি), সায়েন্স এন্ড আইসিটি, স্পোর্টস এন্ড কালচারাল, চেজ(দাবা) এন্ড ল্যাংগুয়েজ ক্লাব চলমান।
🔹 থিম ডায়ালগের মাধ্যমে মেধা, শৃঙ্খলা ও নৈতিকতার বিকাশ ঘটানো হয়।
🔹 পিছিয়ে পড়া ও অমনোযোগীদের Extra Class ও Problem Solve এর ব্যবস্থা।
🔹 শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে রয়েছে TSA, SC ও RC কার্যক্রম।
🔹 অগ্নিনির্বাপক, ফার্স্ট এইড, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎ ও সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ।
🔶 স্পেশাল ব্যাচ SSC:
🔹 বোর্ড পরীক্ষার আদলে সাপ্তাহিক পরীক্ষা ও ক্লাস টেস্ট নেয়া হয়।
🔹 সর্বাধিক সংখ্যক এ+ প্রাপ্তির জন্য নিয়মিত Extra Care নেয়া হয়।
🔹১০০% সাফল্য অর্জনের লক্ষ্যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ যত্ন নেয়া হয়।
🔹 একাধিক মডেল টেস্ট ও MCQ টেস্ট নেয়া হয় ।
অধ্যায়ভিত্তিক রিভিশন টেস্ট ও টেস্ট পেপার সলভ করা হয়।
🔹 শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক এর সমন্বয়ের মাধ্যমে প্রকৃত সেবা নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করা হয়।
🔶 প্রতিষ্ঠানটির উন্নত পাঠদান ও সেরা ফলাফলের জন্য সারাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠানটি একটি আস্থা ও একটি বিশ্বাসে পরিণত হয়েছে।
🔶 সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল
পলাশতলী রোড, টাঙ্গাইল
🔷 আরও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুনঃ
📱 ফোন নম্বরঃ 01896-1971 44, 01896-1971 14, 01896-1970 17
🌐 ওয়েবসাইটঃ https://sristy.edu.bd
📩 ইমেইলঃ info@sristy.edu.bd

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..