টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিএনপি’র ঝিমিয়ে পড়া দলীয় নেতাকর্মীদের প্রণচঞ্চল করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির। দীর্ঘদিন পর এ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের ইউনিয়ন কমিটি গঠনের মধ্যে দিয়ে সক্রিয় হচ্ছে তৃনমূল নেতাকর্মীরা। রাজনৈতিক মামলা হামলা ও প্রতিকুলতার মধ্যে স্তিমিত হয়েছিলো এই উপজেলার রাজনৈতিক কার্যক্রম। বিএনপির (ভারপ্রাপ্ত) ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে ওবায়দুল হক নাসির এ উপজেলার তৃণমূল রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানায় একাধিক নেতাকর্মী। দলীয় সূত্রে জানা যায়, সংসদীয় আসন (ঘাটাইল-০৩) নির্বাচনী এলাকায় নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ১৩ টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে। বয়সে তরুণ এই নেতার কর্মদক্ষতার প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখে ঐক্যবদ্ধ হয়েছে পৌর ও ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা। ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে এই উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলসহ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক সকল কর্মকান্ডে চলে আসছে বলে জানায় নেতাকর্মীরা। সংসদীয় এই আসনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে ব্যপক পরিকল্পনা হাতে নিয়েছেন ওবায়দুল হক নাসির। নানা প্রতিকুলতাকে উপেক্ষা করে দলকে গতিশীল করতে লোকেরপাড়া পাড়া ইউনিয়নের আহবায়ক কমিটি গঠিত হবে বলে জানায় দলীয় একটি বিশ্বস্ত সূত্র । লোকের পাড়া ইউনিয়নে আহবায়ক হিসেবে স্থানিয় বিএনপি ও উপজেলা বিএনপির পছন্দের তালিকায় নাম শোনা যাচ্ছে সাবেক ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফরহাদ হোসেননের নাম এবং সদস্য সচিব হিসেবে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান মরহুম হায়দার আলী তালুকদারের ভাতিজা মাহমুদুল হাসান তালুকদার লাল মিয়ার নাম। যুবদলের একাধিক নেতাকর্মীরা বলেন, ওবায়দুল হক নাসির ভাই তৃণমূল নেতাকর্মীদের সাথে যে ভাবে মিশে কাজ করছেন তাতে সকল নেতাকর্মীরা খুবই আনন্দিত। ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা বলেন, ওবায়দুল হক নাসি ভাইয়ের নেতৃত্বে আমরা আগের চেয়ে সুসংগঠিত ও শক্তিশালী। ওবায়দুল হক নাসির বলেন, বিএনপির (ভারপ্রাপ্ত) ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে ঘাটাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সংঠনের তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করে যাচ্ছি। হামলা, মামলার ভয় দেখিয়ে দুষ্কৃতকারীরা কোন ফায়দা লুটতে পারবেন না। দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা মেনে সকল কার্যক্রম করে যাচ্ছি এবং করবো।
Leave a Reply