আরব জারকে আমরা পূর্ণ করেছি প্রায় ১৮-২০ রকমের জিনিষ দ্বারা, যেগুলোর প্রতিটিই অত্যন্ত এক্সপেন্সিভ এবং অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ আর তাতে ভেষজ ঔষধি গুণ তো রয়েছেই।

.

আরব জারে আমরা দিয়েছি – বরকতময় ত্বীনফল, ৭ প্রকারের খেজুর (মদীনার আজওয়া খেজুর, খেজুরের দুনিয়ার সবচেয়ে দামী জর্ডানিস মেডজুল খেজুর, ইরানিয়ান মরিয়ম খেজুর, মাশরুক খেজুর, কলমি খেজুর, সুক্কারি খেজুর, দাবাশক খেজুর, ও খুরমা খেজুর) তারপর রয়েছে মোষ্ট এক্সপেন্সিভ ২ ধরনের কিশমিশ (গোল্ডেন ও কালো), রয়েছে বিদেশী বাদাম (কাঠ, পেস্তা, কাজু, আখরোট), থাকছে ৩ প্রকারের বীজ (কুমড়াবীজ, তরমুজ বীজ, সুর্যমুখী বীজ) রয়েছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির এপ্রিকোট এবং স্পাইসের মধ্যে সবচেয়ে দামী যেই জিনিষ অর্থাৎ জাফরান (ইরানি জাফরান) এর সাথে মিক্সড হবে সবচেয়ে খাঁটি সবচেয়ে প্রিমিয়াম পিওর হানি (BSTI অনুমোদিত)

.
সুতরাং বুঝতেই পারছেন আরব জারের মহত্ত্ব কি, আর কেমনই বা হতে পারে এর উপকার তা তো বলাই বাহুল্য, তবুও অল্প কিছু বলছি।

.
আরব জারে রয়েছে খেজুর, ত্বীনফল, বাদাম, এপ্রিকোট ও জাফরানের মত জিনিষ যার প্রতিটাই ভিটামিন ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, ওমেগা, প্রোটিন, আয়রন, পটাশিয়াম, সোডিয়াম, ও মিনারেলসের ভান্ডার অপরদিকে এতে মিশ্রিত বাদাম, বীজ রয়েছে যা হতে পারে আপনার বিশেষ মুহুর্তের জন্য একটি বুষ্টার আইটেম।

.

আরব জার খেলে আপনার শরীরে এনার্জি বৃদ্ধি পাবে, ক্লান্তিবোধ দূর হবে।

এর মাঝে থাকা ফাইবার উপাদান হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক

অ্যান্টি-অক্সিডেন্ট আপনার তক্ব ও চুলের যত্নে কাজ করবে

বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করবে আরব জারের নিউট্রিশন আইটেমস

হার্টকে ভালো রাখতে হেল্প করবে

স্মরণ শক্তি বৃদ্ধিতে এর চেয়ে সেরা স্ন্যাকস সেরা মীলস আর হয় না

হাড়ের ব্যাথা প্রদাহ থেকে মুক্তি দেয়

কোষ্টকাঠিন্য থেকে মুক্তি পেতে সাহায্য করে এর মাঝে থাকা ফাইবার উপাদান

প্রদাহজনিত সমস্যা ও মহিলা রোগ প্রতিরোধে সেরা এক খাবার

থাইরয়েড থেকে মুক্তি দেয়

জ্বর ঠান্ডা কাশিতে উপকার করে এতে থাকা ভেষজ তরল মধু

আপনার স্পেশাল ডিজায়ারকে বুস্ট করে

লাভ ডিউরেশন বাড়ায়

সিমেনের মান বৃদ্ধি করে

গ্যামিক ডিজেবিলিটি থেকে মুক্তি দেয়

ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে

মন মেজাজ শান্ত ও ফুরফুরা রাখে

বডি গ্রোথ বা মাসল বিল্ড আপে উপকারী

অনিদ্রা জাতীয় সমস্যার জন্য চমৎকার কাজ করে

জরুরি নিউট্রিশনস এর যোগান দেয়।
.

আরব জারের রেসিপি আমরা অনেক দিক বিবেচনা করে বানিয়েছি, এতে এ্যাড করেছি আমাদের দীর্ঘদিনের এক গবেষণা একটা বিশেষ সিক্রেট অর্গানিক মিক্সিং যা এর মানকে তো বৃদ্ধি করেই, স্বাদকেও বাড়িয়ে তোলে বহুগুণে। উপকারিতাও দেয় অনেক অনেক বেশি। এর সাথে প্রথমবারের মত আরব জার পাচ্ছেন ৩টি ভিন্ন ভিন্ন মোড়কে (ডেজার্ট ডে, ডেজার্ট নাইট, সিগ্নেচার স্পেশাল)

Leave a Reply