তোমার বিজয়ে হেসেছে সবাই
পৃথিবী তাকিয়েছিলো অবাক বিষ্ময়ে
তুমি কি দিতে পেরেছো তা মা!
যার জন্য মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলো?
যেদিন সবাই পাবে সুফল স্বাধীনতার
সেদিনই হবে সত্যিকারের বিজয় সবার,
গুটিকয়েক রাক্ষস চুষে খায় দেশ
সত্যি করে বলো তো মা, আছে কি বিজয়ের রেশ?
Leave a Reply