আসসালামু আলাইকুম


নতুন বাড়ি এগ্রো এন্ড রিসোর্ট লিমিটেড এ আপনাকে স্বাগতম


বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাজারের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ভেজাল পণ্যের ছড়াছড়ি

।

এই সমস্যাটি আমাদের সকলেরই, তাই আমাদেরই উচিত এই সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করা

কি হতে পারে এই সমস্যা সমাধানের উপায়

কেমন হতো যদি আমাদের প্রত্যেকেরই নিজস্ব ছোট ছোট খামার থাকতো। তাহলে হয়তো বাজারের চিন্তা কিছুটা হলেও কমানো যেত।
কিন্তু এই মুহূর্তে কি সবার পক্ষে খামার করা সম্ভব

বর্তমানে নিজস্ব খামার তৈরি করা এবং সেখানে খাদ্যদ্রব্য উৎপাদন করা অনেকটাই সময় সাপেক্ষ এবং পরিশ্রমের ব্যাপার। এই সমস্যাটি সমাধানের জন্য আমাদের উচিত ছোট বড় খামার গুলির সাথে যুক্ত হওয়া।
বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ দিন অথবা নিচের নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন

অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন ধন্যবাদ।।

অফিস ঠিকানাঃ
বাসা নং # ০৩, রোড নং # ০৭, ব্লক # সি,
সেকশন # ০৬, মিরপুর, ঢাকা-১২১৬।

মোবাইল নাম্বার-

+880-1707-091851 (whatsapp)
+880-1331-064194
+880-1331-064193
+880-1331-064190
+880-1946-493514 (whatsapp)
এ জাতীয় আরো খবর..
Leave a Reply