ইতিহাস কথা কয়- গেঁথে যায় স্মৃতি-বিস্মৃতির গল্পকথা, সম্মুখবর্তী এক জাতির গল্প রচনায় পদাঙ্ক আঁকেন এক মহানায়ক; যিনি নিজেও ভবিষ্যত প্রজন্মের জন্য এক আলোকিত ইতিহাস, কবি ও কবিতা হয়ে বেঁচে থাকেন সাধারন্যে । অমর একুশে গ্রন্থমেলা ২০২১ এ লেখিকা জিনাতুননেছা জিনাত রচিত বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের শ্রদ্ধায় আসছে দ্বিতীয় একক কাব্যগ্রন্থ “কবির জন্য কবিতা” । যারা কবিতা পড়েন অথবা পড়েন না, তাদের সবার কাছেই ইতিহাস নির্ভর এই একক কাব্যগ্রন্থটি ভিন্ন স্বাদ নিয়ে আসবে । কখনও তিনি আক্ষেপ করে লিখেছেন, ‘বড্ড অবহেলায় চলে গেলে কবি, বড্ড বেশি অভিমানে হলো তোমার প্রস্থান ।’ কখনও আবার বঙ্গবন্ধুর অসমসাহসিক নেতৃত্বকে ফুটিয়ে তুলেছেন- ‘আজও অনেক শিশুর কাছে তুমি মস্ত বড় এক সুপারম্যান, যিনি এক আঙ্গুলের ইশারায়, দূর করে দিতে পারেন সমস্ত দুঃখ, কষ্ট, অনিয়ম । যার একটি আহবানে সারাদেশ থেকে জনতা ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’র মতো পথে নেমে আসতে পারে, তুমি সেই অবিস্মরণীয় নেতা, তুমি লাল সবুজের পতাকা, তুমি একটি সুগঠিত মানচিত্র, হৃদয় জুড়ে আঁকা ।’ কবিতায় কখনও বঙ্গবন্ধুর কন্ঠে অভিমান ঝরে পড়েছে, কখনও কবি নিজেই তার স্মৃতিবহুল জীবনের স্মৃতিচারণ করেছেন, যেখানে শ্রদ্ধা, ভালোবাসা, বিস্ময় অথবা অনুযোগ একেক সময় ভিন্ন মাত্রা নিয়ে এসেছে- ‘আমি দিন ক্ষণ ভুলে যাই, মনের ক্যানভাসে আঁকা তোমার ছবিগুলোর দিকে অপলক চেয়ে রই, এক সংগ্রামী নেতা, অতি সাধারণ এক বাবা, একজন বিপ্লবী স্বামী, ছুটে চলেছে নিরন্তর সন্তানের জন্য তার বুকও ব্যথায় করেছে টনটন, তবুও হারেনি, ভয়ে ভীত হয়ে লুকিয়ে থাকেনি, মৃত্যুভয়ও যাকে আড়াল করতে পারেনি, তাঁর পথচলার অদম্য গল্পগুলো, আজও জীবন্ত স্মৃতি হয়ে ভেসে আসে বারবার…’ ‘কবির জন্য কবিতা’ প্রকাশিত হতে যাচ্ছে বিশ্বসাহিত্য ভবন প্রকাশনী থেকে, প্রকাশক মোঃ তোফাজ্জল হোসেন । এক মহানায়কের, মহান নেতার প্রস্থান একটি স্বাধীন জাতির ইতিহাসে কতটুকু শোকের এবং অপরিপূর্ণতার প্রকাশ করে তা কবি তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। বইয়ের প্রচ্ছদ করেছেন আশিকুর রহমান। লেখিকা জিনাতুননেছা জিনাত পেশায় একজন শিক্ষক। ইতোপূর্বে তার ১টি আত্মজীবনীমূলক গ্রন্থ, ২টি উপন্যাস, ২টি গল্প গ্রন্থ ও ১টি কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। মানুষ গড়ার কারিগর এই লেখক সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য আজীবন লিখে যেতে চান । বাংলাদেশ নারী লেখক সোসাইটি থেকে তিনি ধূসর অনুভূতিগুলো গ্রন্থের জন্য ‘সেরা গল্পগ্রন্থ ২০১৯’ এর সম্মাননা অর্জন করেছেন।
Leave a Reply