তাঁর ডাক নাম অবন্তী। পুরো নাম অবন্তী দেব সিঁথি। বৃহত্তর ময়মনসিংহের জামালপুরে মেয়ে। মফস্বল শহরের আলোছায়ায় বেড়ে ওঠা অবন্তী কখনো ভাবেননি কণ্ঠশিল্পী হবেন। সেই অবন্তী এখন প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী হিসেবে সবার কাছে পরিচিত।
ছোটবেলায় বড়বোনের পাশে বসে গান শুনতেন। সেখান থেকেই গানের প্রতি আগ্রহ বাড়ে তাঁর। এভাবেই একসময় নিজেই বাদ্যযন্ত্র নিয়ে গেয়ে ওঠেন মিতালী মুখার্জি, সাবিনা, রুনার গান।
জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক আর দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষার্থী থাকার সময় বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে পরিচিতি পান তিনি।
গিটার আর হারমোনিয়াম বাজানো শিখেছেন সেই ছোটবেলাতেই।
২০০৬ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় নিজের নাম লেখান, কিন্তু শুরুতেই থেমে যায় তাঁর স্বপ্ন। প্রথম ৫৫ জনের ঘরে এসেই ছিটকে পড়েন অবন্তী।
তবে হাল ছাড়েননি। ২০১১ সালের কথা। সিঁথি তখন ঢাকায় বাস করেন। নিজেই গান শেখানো শুরু করেন। ছাত্রদের গান শেখানোর পাশাপাশি নিজের চর্চাটাও শুরু করেন পুরোদমে। ২০১২ সালে আবারও নাম লেখান ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায়। এবার আর পিছিয়ে পড়া নয়, আস্তে আস্তে জায়গা করে নেন সেরা দশে।
একসময় জয় করে এলেন ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’। তারপর থেকে থেমে নেই অবন্তী। একের পর এক গান গেয়ে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
অবন্তী সিঁথির সামনের দিনগুলো হোক আরও সুন্দর আরও মসৃণ।
ফেসবুক পরিবারের পক্ষে তাঁর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।
Leave a Reply