মোঃ আলাউদ্দিন সিকদার।
পিতাঃ-নূর ইসলাম সিকদার।
মাতাঃ-মমতাজ বেগম।
যার বাড়ী দিঘুলি, পোস্ট অফিস ক্যাম্পেরহাট, থানা – রায়পুর ,জেলা- লক্ষ্মীপুর।
উনি ঢাকাতে সেকশন – ১১, ব্লক- সি, লাইন নাম্বার- ১৭, বাসা নম্বর- ২ এ ভাড়া থাকেন।
আগে ২০ বছর যাবৎ গার্মেন্টস এ চাকুরী করতেন।সে বর্তমানে বেকার বাবার চায়ের দোকানে বসেন।
কিডনিতে পাথর হওয়ার কারণে চাকুরী ছারতে বাধ্য হয়েছেন অপারেশন করেছেন, ৪ বছর পর আবার কিডনিতে পাথর দেখা দিয়েছে।বাবার চায়ের দোকানে যা আয় হয় তা দিয়ে সংসার চালানো খুব কস্ট।ব্যাবসা করেও এখন সে হতাসাগ্রস্থ।কি করবে বুঝে উঠতে পারছে না। সে আবার চাকুরির চেস্টা করছে।
Leave a Reply