1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

অদম্য কয়েকজন জীবনযোদ্ধার গল্প এখানে তুলে ধরা হলো

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার

 

১।

মোঃ মুক্তার হোসেন।

পিতাঃ-মরহুম বাহাদুর শেখ।

মাতাঃ-মরহুম আজেদা বেগম।

যার বাড়ী রাজবাড়ী জেলার বারবাকপুর গ্রামে।পোস্ট-হমদমপুর,থানা-রাজবাড়ী।

উনি ঢাকাতে প্রায় ৩০ বছর যাবত আগারগাঁও  সরকারী স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।

আগে ষ্টেশনারী ব্যাবসা করতেন।সে ব্যাবসায় মানুষ সরলতার সুযোগ নিয়ে তাকে পথে বসায়।তারপর অনেক কস্ট ও সংগ্রাম করে ৩ বৎসর যাবত ইলেক্ট্রিক মালামাল বিক্রয় করে পাশাপাশি ইলেক্ট্রনিক্স পণ্য মেরামতের কাজ করে ও বিকাশে ফ্লেক্সিলোডের কাজ করে খুব কস্ট করে দিনযাপন করে।

মিরপুর ১ দারুস সালাম এর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ডিপ্লোমা করে দারিদ্রতার কারণে লেখাপড়া আর চালিয়ে যেতে সক্ষম হন নি বিধায় ঐ ডিপ্লোমা করেই সংসারের হাল ধরতে হয়।

তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম নিহা ইলেকট্রিক হাউজ।

যার বর্তমান ঠিকানা=২৩৬,হালিমা ম্যানসন,আগারগাঁও,তালতলা,শেরেবাংলা নগর,ঢাকা-১২০৭।

২।

মোঃ ওয়াসিম মোল্লা।

পিতাঃ-মরহুম ওয়াজ উদ্দিন।

মাতাঃ-শাবানী।

যার বাড়ী গাজিপুর জেলার কাপাসিয়ায়।

উনি ঢাকাতে প্রায় ৪০ বছর যাবত আগারগাঁও এ থাকে।

শেরে বাংলা বয়েস থেকে এস এস সি পাশের পর দারিদ্রতার কষাঘাতে পরে পড়ালেখা চালিয়ে যাওয়া কস্টকর বিধায় কর্মজীবন শুরু করেন।

প্রথমে একটি মোটর পার্টস বিক্রির দোকানে ৪/৫ বৎসর চাকুরি করে।তারপর বর্তমান ব্যাবসা শুরু করেন।এ ব্যাবসা প্রায় ১৯ বৎসর যাবত সন্মানের সাথে করে আসছে।তবে ব্যাবসা থেকে যে আয় হয় তা দিয়ে খুব কস্ট করে সংসার চালাতে হয়।

তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মোল্লা মটরস।

যার বর্তমান ঠিকানা=তালতলা বাসস্ট্যান্ডের উত্তর পাশে, ২১৮,পশ্চিম কাফরুল বেগম রোকেয়া স্মরনী,প্রধান ম্যানসন,জনতা ব্যাংকের নিচে।

৩।

নিয়াজ।

পিতাঃ-মরহুম মোঃ ইকবাল।

মাতাঃ-শাবানা বেগম।

উনি ঢাকার মিরপুর ১১ নং ক্যাম্প এ থাকে।

শাপলা কিন্ডারগার্টেন স্কুল থেকে ৪র্থ শ্রেণী পাশের পর দারিদ্রতার কষাঘাতে পরে পড়ালেখা চালিয়ে যাওয়া কস্টকর বিধায় কর্মজীবন শুরু করেন।প্রথমে জর্জেট কাপড়ের ব্যাবসা করতেন।সে ব্যাবসায় মানুষ সরলতার সুযোগ নিয়ে তাকে পথে বসায়।তারপর অনেক কস্ট ও সংগ্রাম করে ১০ বৎসর যাবত চা এর দোকান চালিয়ে আসছেন ২ বৎসর নতুন যোগ করেছেন ইলেক্ট্রিক মালামাল বিক্রয় করা।

মিরপুর ১১নং বৌ বাজারের বিপরীতে বিহারি ক্যাম্পে থাকে এবং ওখানেই তার ব্যাবসা প্রতিষ্ঠান।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..