1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

সম্মানের কথা বলেন অথচ নিজেরাই নারীকে বেশি অসম্মান আর অমর্যাদা করেন — বহ্নি শিখা

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৩৮ বার
আমি আগে ও বলেছি ধর্ম নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই । আপনি ইচ্ছে হলে মানুন না হয় না মানুন। কিন্তু যখন দেখি কতিপয় পুরুষ আইডিতে নারীকে নিয়ে নানান রসাত্মক এবং অশ্লীল পোস্ট এবং সেখানে বিশ্রী সব কমেন্টস করেন । এরা বোরকা হিজাব পড়া নারী ছাড়াও স্বল্পবসনা পোশাকী নারীদের নিয়ে ও যা তা কথাবার্তা বলে থাকেন। ছোটবিবি বড়বিবি জিএফ আরো যে কতো তামাশা চলে সেসব পোস্টে ।
বলি ভাই আপনার ঘরেও তো নিজের মেয়ে থাকতে পারে । অথবা বোন থাকতে পারে। যদি সেসব নাও থাকে অন্তত মা তো আছেন। একবার ও মনে হয় না আপনি যাকে নিয়ে এসব বাজে নোংরা কুরুচিপূর্ণ কথা বলে যাচ্ছেন সে কারো মেয়ে কারো বোন অথবা কারোর মা অথবা কারোর স্ত্রী । কাজেই অসভ্যতার ও একটা সীমা থাকে। সেসব পোস্টে যারা কমেন্টস করেন তারাও কিন্তু নিজের পোস্টে অনেক নীতিকথার ফুলঝুড়ি ফোটান। নারীদের অধিকার নিয়ে কথা বলে। সমানাধিকার দাবি করেন । আহারে হিপোক্রেট আর কারে কয়? আসলে কুকুরকে যতই ভালো খাবার দিন রাস্তার পাশে নর্দমায় সে তার জিভ চাটবেই।
সম্মানের কথা বলেন অথচ নিজেরাই নারীকে বেশি অসম্মান আর অমর্যাদা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..