সেখানে একদল স্বেচ্ছাসেবী তরুণেরা গায় জীবনের জয়ধ্বনি!
আমরা কেউ যখন কেবল নিজেদের স্বার্থের কথা ভাবি, তখন কিছু মানুষ ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো নিজের সময়, অর্থ, শ্রম দিয়ে কেবল মানুষের কথা ভাবে।
তাই এ প্রশ্ন তো করতেই পারি, কে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক?
যারা মিথ্যা চেতনার কথা বলে ক্ষমতায়নের মাধ্যমে দেশের/ জনগণের সম্পদ- অধিকার লুটে পুটে খায়, তারা? নাকি যারা রাতে ঘুমায় না কারণ কেউ যদি শ্বাসকষ্টে ভূগে অক্সিজেন ব্যতিরেকে, কেউ যদি না খেয়ে থাকে রাতে…!
হ্যাঁ, আমার চোখে তাঁরাই খাঁটি আদিম -সংকরবিহীন সাচ্চা মানব যাঁদের ক্ষমতা না থাকলেও আকাশের মতো বিশাল এক দরদী হৃদয় আছে মানুষের জন্য! তাঁরা এক ঝাঁক মৈত্রী ভলেন্টিয়ার্স! স্যালুট তোমাদের!
নগ্ন ক্ষমতায়নের বিপক্ষে দাঁড়িয়ে খুব গর্বিত ভাবে বলতে পারি, হ্যাঁ আমি, আমরা দেশপ্রেমিক, আমরা মানবতার পক্ষে! লূতুর-পূতুর অর্থহীন সাহিত্যে অবিশ্বাসী আমাদের কবিতা যেন কেবল মানুষের অধিকারের কথা বলে—
সকলকে ঈদের শুভেচ্ছা,
জয় হোক তারুণ্যের!
জয় হোক মানবতার!
Leave a Reply