1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

কবি জগৎ আজ কাল ধান্দাবাজি চিটার বাটপারের জগৎ হয়ে গেছে – – – নিধি ইসলাম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৩৫ বার
এই যুগে একদল লোক আছে
যাদের কে বলা চলে খুচরা সম্পাদক পাইকারি কবি।
এদের রমরমা বিজনেস করে
পবিত্র শুদ্ধ জ্ঞান চর্চা বিষয় নিয়ে
তামশা করে কবি হচ্ছে।
এদের এই বিজনেসের জন্য
পাগল বই মেলা গিয়ে নিজেকে কবি বলে দাবী করছে🙄
সত্যি বলতে হাস্যকর বিষয়
হচ্ছে এরা আবার কেউ কেউ
চোর কে সাপোর্ট করছে
চোরের হয়ে দালালি করছে,
এখন প্রশ্ন যারা চোরের হয়ে
কথা বলতে আসে তাদের কবিত্ব
নিয়ে সন্দেহ হয় তাঁরা কি চোরদের একজন🙄
তাদের জন্য ছ্যাঁকা খাওয়া
ভংবাং কবিরা বই বের করে
নিজেদের সৃষ্টিশীল এবং কবি দাবি করে বেড়াচ্ছে।
আপনি কি একবার ও ভাবেছেন?
আপনাদের এইসব বড় বড়
রাগব বোয়ালদের জন্য সত্যিকার
কবি গুলো তার মর্যদা হারাচ্ছে।
এইবার বই মেলায় অনেক লেখক আছে যারা ২০ টা বই বিক্রি করতে পারছেন, কি জন্য? এগুলোর জন্য কে দায়ী?
আপনারা যৌথ কাব্য বের করতে গিয়ে কত বড় সর্বনাশ করছেন একবার বিবেক কে প্রশ্ন করুন?
এইবার যৌথ কাব্য কয়েক টা বইতে চুরি করা কবিতা প্রকাশ হয়েছে ।
আর আপনার না বুঝে তাদেরকে কবি বলে পাম্প দিচ্ছেন তার জন্য এই দায়বদ্ধতা আপনাদের ।
আপনাদের মতো মাথামোটা কবি সম্পাদকের জন্য আজ পবিত্র স্থান অশ্লীলতা, নোংরা আবর্জনায় পরিণত হয়েছে।
একবার ভেবে দেখবেন আপনারা যেগুলোকে সাপোর্ট করছেন ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে?
তারা কোন পথে হাঁটবে?
কবি হবে উদার হ্নদয়ের, মানবতার, ভালোবাসার পরম শান্তির। কিন্তু আজ আপনারা নিজেদের ক্ষতি করার সাথে সাথে আগামী প্রজন্মের মস্তিস্ক নষ্ট করার পথ তৈরি করছেন।
আগের দিন কবিদের মানুষ আকাশের চাঁদ ভাবতো আর এখন কবিদের বেলুল্যাস মনে করে কারণ আজকাল যে কেউ ক লিখে ও কবি হয়ে যায়, গ লিখে গীতিকার, ল লিখে লেখক বলে দাবী করছে শুধু আপনাদের জন্য।
সুতরাং আসুন সবাই মিলে কবি জগৎ কে সেই সম্মান আর শ্রদ্ধার করি এবং কবিকে আকাশের চাঁদ মনে করি।

রিটন মোস্তফা

আসল চেহারাটা কার কেমন পোস্ট দেখে জানা মুস্কিল। তবে কিছু সংখ্যকের জন্য সমস্ত কবিকে এভাবে বলা ঠিক না
ফেসবুকে সবাই সাধু সাধু ও সাধু, এমনকি আমিও বাপু। আসলটা কাজের সময় উদ্বঘাটন হয়। চোরেদেরও সচেতন মূলক পোস্ট দিতে দেখেছি। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ ঢোল পেটাও, যেই ঘাটতি দেখা দেয় অমনি সাধু বাবা আর মালা জপে না, বকুনি জপে তখন
আসলে এই অনলাইনে দারোয়ান নাইতো, তাই যে যার মত ফুল লুটে নিচ্ছে। বলা মুশকিল কে আসল মালি, আর কে পুজারী।
চোর কে চোর বলা আজকাল
যুগে ভয়ংকর অপরাধ,
কারণ চোরার হয়ে দালালি করার আজকাল
অনেক গডফাদার তেলবাজ লুচি লোকের অভাব নাই ।
তাদের সাপোর্ট করার মানে হচ্ছে তারা নিজের ও চোর, বাটপার, ডাকাত, অসভ্য, থেকেও নিচু মানের
তাই চোরের হয়ে যে মাতব্বরি করতে আসবে
সবার আগে তাকে সুইপারের ঝাড়ু জুতা দিয়ে
পবিত্র সাহিত্য অঙ্গন থেকে বের করতে পারলে,
সুন্দর সুষ্ঠু সাহিত্য চর্চা হবে।
এইভাবে চলতে থাকলে সাহিত্য জগৎ নোংরা প্লাট ফর্মে পরিনত হবে।
আপনি কবি সাহিত্যিক প্রচার করতে এসে
অন্য কবিদের গালাগালি করার সাহস কই পান?
একজন সুষ্ঠু মস্তিষ্কের কবি আপনার নিয়ম অনুসারী না হলে আপনি তাকে নোংরা ভাষা কথা বলার মানে আপনি একজন চরম লেবেলর অসভ্য মানসিক অসুস্থ রোগী।
আপনি যা লিখেন সব কিছু উঁচু মানের এবং বিশ্বখ্যাতি পাওয়া ।
আর অন্য যা লিখে হাগু মুত বলে আপনি কি বুঝাইতে চান যে আপনি বাংলাদেশের বিরাট বড় কবি।
কবিতা চর্চা আগে মাথার চিকিৎসা করে আসেন।
কিছু কবিরা এতোটাই প্রতিবাদী প্রকাশ করতে গিয়ে নারীকে জগণ্য ভাষা গালাগালি করছেন তাদের কে বলছি আপনার ঘরে ও মেয়ে আর বউ আছে আল্লাহ জানে আপনার মতো পশু তাদের সাথে কি আচরণ করছেন।
সব মেয়েরা যদি ছবি দিয়ে লাইক কমেন্ট নেয় তাহলে কবি জগৎ সব পুরুষ কি আপনার মতো দূর্বল নাকি🤔 এতে বুঝায় আপনি লালসার পুরুষ।
ছি লজ্জা হয়ে ভাইরাল হওয়ার জন্য কত রকম
জগণ্য পথ বেঁচে নেন।

Abdul Rahim

প্রতিভা কেউ কারোর চুরি করতে পারে না, আর আপনার কবিতা চুরি হচ্ছে মানে মনে রাখবে তুমি ভালো লিখছো তাই চুরি হচ্ছে , তাই আনন্দ পাবে আর আরো লিখতে থাকবে,, আমার কবিতা বহু চুরি হয়েছে কিন্তু আমার স্যার সব সময় এটাই বলেছে যে তুমি লিখতে পারছো বা তোমার লিখার মধ্যে নতুন কিছু আছে বলেই চুরি হচ্ছে কষ্ট না পেয়ে লিখে যাও যে চুরি করছে তার একদিন নিশ্চয়ই মুখোশ খুলে যাবে। তাছাড়া আমার দেখা বেশির ভাগ লেখা চুরি হচ্ছে বাংলাদেশের লেখকদের মধ্যে।
Abdul Rahim আপনি সত্যিকার লেখক হয়ে আপনি বই বের করছেন না কোন কারণে কিন্তু চোর আপনার লেখা নিয়ে বই বের করছে তখন আপনার লেখা নিজের যে সেটা কিভাবে প্রমান করবেন? ভেবে দেখেছেন এদের সাহস কত দূর?

 

এই ধরনের অপকর্মের কি কোন প্রতিকার নাই।সকল সাহিত্যিক সমাজ এক হয়ে কি কোন উদ্যোগ নেয়া যায়, যদি যায় তাহলে কিভাবে কি করা যায় এই বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোন বক্তব্য থাকে তা আমার পত্রিকার ইমেইলে পাঠালে আমি নিউজ করে, সকলকে একত্র করে কিভাবে কি করা যায় এই বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে ১টা উদ্যোগ সরকারের কাছে দেয়া যেতে পারে।এ ধরনের লেখা চুরির কাজ অহরহ চলছে।এটা বন্ধ না হলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..