1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

আমি আমিই হয়েই থাকবো – – – – – মুসা আকন্দ

  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬ বার

কবিতার টানে ছুটে যাই ফুটপাতের চায়ের স্টলে কিংবা ফাইভ স্টারে, ২০২১ সালে আবৃত্তির একটি লাইভ অনুষ্ঠানে আমাকে অপমান করা হয় আমার এলোমেলো চুল এবং সাদামাটা পাঞ্জাবী দেখে, উল্লেখ করেই বলি বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তিকার ও আবৃত্তি প্রশিক্ষক মাহিদুল ইসলাম মাহি স্যারের আমন্ত্রণে নৈবেদ্য অনুষ্ঠানে যুক্ত হয়েছিলাম আবৃত্তি করতে, অনুষ্ঠান প্রচারের আগে হঠাৎই একজন নারী সিনিয়র আবৃত্তিকার বলে উঠলেন এসব কি? লাইট ঠিক নেই চুল ঠিক নেই পাঞ্জাবি টা কেমন, আমি বুঝলাম আমাকেই উদ্দেশ্য করে বললো, আমি লাইট ঠিক করার চেষ্টা করলাম, আমার চোখ টলমলে করছিলো, ক্যামেরা বন্ধ করলাম, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল, রবিন ভাই আমার সামনে ছিলো বললাম ভাই আমি অনুষ্ঠানটি করবো না, তিনি আমাকে বললো না তুই অনুষ্ঠান করবি।
অবশেষে আমি লাইভ করলাম এবং অনুষ্ঠানটি বেশ ভালোই হলো, আমার অনেক শুভাকাঙ্ক্ষী যুক্ত ছিলেন সেই লাইভে। লাইভ শেষে আমি মাহিদুল ইসলাম মাহি স্যারকে বললাম স্যার আমি আবৃত্তি করবো না, মাহি স্যার বুঝতে পেরেছিলো কিছু একটা, স্যার শুনিয়ে দিলেন কয়েকটি কথা। সেদিন থেকেই মাহি স্যারের প্রতি আমার সম্মান শ্রদ্ধা আরও বেড়ে যায়।
যা-ই হোক এবার আসি মূল কথায়, আমি ঐ দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কখনো কোথাও গুছিয়ে উপস্থাপন করবো না, আমি আমিই হয়েই থাকবো।
কে আমাকে চুল নিয়ে কি বললো কে আমার শার্ট নিয়ে কি বললো ওসব দেখার বা শোনার সময় আমার নাই, আমার শার্টের উপরের বোতাম খোলা থাকে সবসময়, আমি ক্যামেরার সামনেও আটকাই না, আমার চুল এলোমেলো থাকে সবসময়, ক্যামেরার সামনে চুল ঠিক করি না, ফেসবুকে আমাকে যেমন দেখেন বাস্তবেও আমি তেমন।
অগোছালো আমিকেই মানুষ বেশ পছন্দ করে, এই যেমন ধরুন না গতকাল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক কবি ভাইয়ের সাথে আমার মিটিং ছিলো তিনি আমাকে একটি বারও জিগ্যেস করেনি মুসা আকন্দ ভাই আপনার শার্টের বোতাম খোলা কেন? বা চুল এমন কেন?
আবার ধরুন এক বড়ো ভাইয়ের সাথে নিয়মিত ঢাকার নামি-দামি হোটেলে বসে কফি খাই, ফুটপাতে দাড়িয়ে ৫ টাকার চা খাই, তিনিতো কখনো বললো না মুসা ভাই আপনার এই সমস্যা ঐ সমস্যা।
গতকাল হঠাৎই নৈবেদ্য অনুষ্ঠানের কথা মনে পড়লো তাই এতোগুলা কথা লিখলাম, কেউ আবার ভাববেন না আমি অহংকার করলাম, ভাইরে অহংকার করার মতো কিছুই নাই আমার কাছে।
ভালো থাকুন সবাই, মানুষ হয়ে বাঁচুন, অমানুষ হয়ে নয়। আপনার মৃত্যুর পরে ওসব পোষাক টোষাক কবরে যাবে না। আর হ্যা বেহায়া সেই মেকাপ সুন্দরী আপা মানুষ হয়ে বাঁচুন, আমি জানি আমার এই পোস্ট আপনার কাছে যাবে।
May be an image of 1 person and smiling

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..