1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাবা – – – – – জেবুন্নেসা কাকলী “সাজাবো” – – – – ডাঃ ফিরোজ খান বশেমুরকৃবি শিক্ষক সমিতি নির্বাচন ২০২৫ এ প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান সভাপতি ও প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত এই (বাড়ি ও জমি এবং জমিসহ বাড়ি) গুলো বিক্রয় হবে গল্প – – সোনালী বিকেল – – – – সুবর্ণা রায় গণতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো আলোচনা – – – – ফাতেমা বেগম শীতের গীত – – – – আলেয়া আরমিন আলো নতুন প্রজন্মের আস্থার প্রতিক আব্দুল লতিফ ………………………………………………… টাঙ্গাইলের মধুপুরে বন-বিভাগের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদসভা ৩০ ডিসেম্বর–২০২৪, স্বাধীন আজম,  টাঙ্গাইল জেলা প্রতিনিধি  ওয়াটসঅন অ্যাওয়ার্ডস ও আইটি সার্টিফিকেশন ২০২৫ ………………………………………

আমরা সাধারণ দর্শক হয়ে নিরবে দেখে চলছি সেই সুদীর্ঘ কাল থেকে ### কবি এম ইউনুস ফার্সি

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৩২ বার
দেখেছি
# কিভাবে একজন স্বরাষ্ট্র মন্ত্রী মজা করে বলতেনঃ We are looking for শত্রুজ।
# কিভাবে একজন নূর হোসেন কে সাজিয়ে গুছিয়ে রাজনৈতিক বলি দেয়া হলো।
কারা করলো সেই বিতর্কে আমি যাবো না।
# আমরা দেখেছি কিভাবে ১/১১ সময় রাস্তাঘাটে টাকার বস্তা ফেলে জান বাঁচানোর চেষ্টা।
# দেখেছি যারা গনতন্ত্রকে পোষার কথা, তারাই না পুষে বরং দিনে রাতে নির্মমভাবে হত্যা করেছিল এবং করছে।
# দেখছি বিশিষ্ট ইসলামি বক্তা / পীর একজন অন্য জনকে নাস্তিক ফতোয়া দেন।
# মাদ্রাসার শিশু ছাত্র / ছাত্রীদের নিষ্ঠুরভাবে বলাৎকার করছেন কতিপয় লেবাসধারী আলেম।
# দেখছি মিলাদ বয়কটের দৃশ্য। হুজুর মিলাদের জন্য সম্মানী/ বকশিস নিচ্ছে অথচ কৌশলে মিলাদ না পড়ে সুরা ফাতিহা সহ সুরা ইখলাস পড়ে মুনাজাত করছে..
# ঢাকা বিশ্ব বিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সহ অনেক ক্যাম্পাসে বহু বছর যাবৎ ভাস্কর্য আছে।
অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধিতা অবলোকন করছি…
# ইসলামের ইতিহাস থেকে নিবিড় ভাবে লক্ষ্য করলাম
১) কিভাবে আমাদের প্রিয় নবীজির দৌহিত্রকে কারবালা প্রান্তরে ইসলামের লেবাসধারী কিছু শাসক/ গোষ্ঠী নিষ্ঠুরতম ভাবে হত্যা করলো।
২) আমাদের প্রিয় নবীজি র ৪ জন খলিফার মধ্যে শুধু হযরত আবু বকর স্বাভাবিক মৃত্যুবরণ করতে পেরেছেন।
বাকী ৩ খলিফা হযরত ওসমান রাঃ,হযরত ওমর রাঃ, হজরত আলী রাঃ কে নৃশংস ভাবে হত্যা করলো। দুঃখের বিষয় যারা এই হত্যা কান্ড ঘটালো তারাও মুসলিম নামধারী। ক্ষমতা দখল বা বেদল কে কেন্দ্রকরে এসব নিষ্ঠুরতম ঘটনা।
# লক্ষ্য করছি কিভাবে ঘুষ বানিজ্য করে কোটি কোটি টাকার বাড়ী গাড়ী ব্যাংক ব্যালেন্স করে আবার তারা বছরে বছরে হজ্জ /উমরাহ পালন করে বেহেশতের টিকিট কনফার্ম করে..
# দেখছি আমাদের নির্বাচন কমিশনার বৃন্দ কিভাবে গনতন্ত্রের শুটিং করছে
এবং অতীতের সরকারের সময়ও করেছিলেন।
# আমরা দর্শকবৃন্দ অত্যন্ত কঠিন, নিষ্ঠুর দৃশ্য ও দেখতে বাধ্য হয়েছি
১) কিভাবে জাতির জনক বঙ্গবন্ধুকে জাতির জনকের খুবই কাছের মানুষ খন্দকার মোশতাক এর নেতৃত্বে নৃশংসভাবে স্ব-পরিবারে হত্যা করা হলো।
# কিভাবে একজন সেনাপ্রধান,রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে সেনাবাহিনীর লোকেরাই নৃশংসভাবে হত্যা করলো….
# পরিশেষে আমরা অচিরে এটাও দেখতে যাচ্ছি পদ্মা সেতুর মত একটি অসম্ভব কাজও শুধু বাংলাদেশ বিশ্বব্যংক সহ দাতাদেশ সমূহের সহযোগীতা ছাড়া সম্পন্ন করতে পেরেছে।
এটা একমাত্র বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পের কারনেই হয়েছে।।
( আমি উক্ত কঠিন সত্যি কথা গুলি বলে ফেললাম। আপনারাও আমার উপর বিরক্ত না হয়ে দর্শকের ভূমিকা পালন করেন।)
Image may contain: কবি এম ইউনুস ফার্সি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..