1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবা – – – – – জেবুন্নেসা কাকলী “সাজাবো” – – – – ডাঃ ফিরোজ খান বশেমুরকৃবি শিক্ষক সমিতি নির্বাচন ২০২৫ এ প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান সভাপতি ও প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত এই (বাড়ি ও জমি এবং জমিসহ বাড়ি) গুলো বিক্রয় হবে গল্প – – সোনালী বিকেল – – – – সুবর্ণা রায় গণতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো আলোচনা – – – – ফাতেমা বেগম শীতের গীত – – – – আলেয়া আরমিন আলো নতুন প্রজন্মের আস্থার প্রতিক আব্দুল লতিফ ………………………………………………… টাঙ্গাইলের মধুপুরে বন-বিভাগের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদসভা ৩০ ডিসেম্বর–২০২৪, স্বাধীন আজম,  টাঙ্গাইল জেলা প্রতিনিধি  ওয়াটসঅন অ্যাওয়ার্ডস ও আইটি সার্টিফিকেশন ২০২৫ ………………………………………

আত্নহনন – জীবন থেকে নেয়া – – – নুসরাত মেঘলা

  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৬৯ বার
জীবন,
জীবনটা খুব ছোট না আবার অনেক বড়ও না।জীবন জীবনের সমান্তরাল রেখায় চলে।সমান্তরাল রেখা থেকে আমরাই মাঝে মাঝে সরে যাই আর দোষ দেই আমাদের নিয়তি কে।
জীবনে এমন অনেক সময় এসেছে যখন মনে হয়েছে আর না, আমি আর বাঁচতে পারবো না। কিন্তু আজও আমি বহাল তবিয়তে বেঁচে আছি।কখনো এমন হয়েছে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে দুরে সরে যেতে হয়েছে। তখন মনে হয়েছিল দেই ছাদ থেকে লাফ।কিন্তু কিছুদিন পর বুঝলাম সে আমার ভালোবাসা ছিলো না।ছিলো কিশোরী মনের প্রেমে পড়ার আকর্ষন।তখন চোখের সামনে কোন বাঁদর এসে নাচলেও হয়তে আমি প্রেম এ পড়ে যেতাম।যাক আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আমি ছাদ থেকে লাফ দেই নি এরপর কখনো জীবনের সবচেয়ে কুৎসিত রুপ দেখেছি তখন মনে হয়েছিল আর না এবার মরে যাই।সেবার ৭০ টা ঘুম এর ঔষধ খেয়েছিলাম।যখন আমার গলায় মোটা নল ঢুকিয়ে ওয়াশ করা হচ্ছিলো তখন মনে হলো মরার চেষ্টা করার দরকার টা কি ছিলো। আজাইরা একটা কাজ করে গলায় ব্যাথা পেলাম।বাসায় আসার পর যখন আম্মু মোরগ পোলাও খাওয়াচ্ছিলো তখন মনে হলো ইশশ্ মরে গেলে তো এই মোরগ পোলাও সবাই আমার ৪র্থ দিন এর মিলাদে খেতো আমিই বরং খেতে পারতাম না।
আরেকবার গলায় দড়ি দিয়েছিলাম বড়জোর ৩ সেকেন্ড ঝুলে ছিলাম।ঐ টুকু সময়ে বুঝলাম জীবনটা অনেক বেশি সুন্দর। বেঁচে থাকা সত্যি অনেক কিছুর প্রাপ্তির সমষ্টি আর মৃত্যু শুধুই হাহাকার।
জীবনে যেদিন প্রথম মা হলাম সেদিন বুঝলাম একটা জীবন শেষ করে দেয়া অনেক সহজ কঠিন তো একটা জীবন জন্ম দেয়া। একটা নতুন প্রান নিজের শরীর এ বহন করা।যেদিন আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেলো তখনো ভেবেছি আমি আরও কি দেখবো কে জানে আল্লাহ পর মূহুর্তেই আমার জন্য কি রেখেছেন।
আজ,আজ আমি আমার চোখের দৃষ্টি হারিয়েছি।এক চোখে কোন রকম অল্প অল্প দেখি তাও মনে হয় পৃথিবী টা অনেক সুন্দর। অনেক কিছু দেখা এখনো বাকি আছে জীবনে।এখনো বুক ভরে শ্বাস নেয়া বাকি,এখনো আপনজন দের সাথে অনেক কথা বলা বাকি।এখনো আমার অনেক ভালোবাসার মানুষ আছে যাদেরকে আমার ভালোবাসা দেয়া বাকি।এখনো অনেক মানুষ আছে যাদেরকে আমার স্নেহ দেয়া বাকি।জীবনটা এখনও যে অনেক বাকি।
তাই কিছুটা সময়ের কষ্টের কথা ভেবে আত্মহননের পথ বেছে নেয়াটা বোকামী।যত কষ্টই হোক না কেন বেঁচে থাকাটাই আনন্দের, বেঁচে থাকাটাই চ্যালেন্জের।
May be an image of 1 person and jewellery

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..