1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

আজকের এই Robotic যুগে বাচ্চারা যখন জীবন্ত robot e পরিনত হচ্ছে — ফারহানা জামান

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩১৫ বার

device ছাড়া কিছুই বোঝেনা এবং অনেক কাছের আত্মীয় স্বজনের বাচ্চাদের দেখেছি সামাজিকতার ধার ধারেনা।আর তাদের বাবা-মা ও সেসব শেখানোর ব্যাপারে বড়ই উদাসীন।তবে শুনতে নিজের ঢোল নিজে পিটানোর মত হলেও পরম করুনাময় আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি মাশাল্লাহ্ ক্লাস ফাইভ পড়ুয়া আমার বড় মেয়েটির দায়িত্ব কর্তব্য   দেখে আমার দুচোখ অশ্রু সিক্ত হয়ে যায়।আমি একজন সিভিয়ার মাইগ্রেন এর রোগী যখন আমি অসুস্থ হই তখন ও যেভাবে আমার সেবা সুশ্রুসা করে এবং শুধু তাই না বাসার সবার টেককেয়ার করে এবং আত্মীয় স্বজন সবাই ওর আন্তরিকতার প্রসংসা করে।আজকেও আমার মাথা ব্যাথা ছিল আল্লাহর ক্রিপায় আমি এখন সুস্হ।আমার মেয়েটা আমাকে যেভাবে সেবা সুশ্রুসা করল ওর এতটুকু প্রসংসা করার লোভ আমি ছারতে পারলাম না।আমার একান্ত ভালো লাগা গুলো fb বন্ধুদের সাথে share করতে খুব ইচ্ছে করল,আবারও আল্লাহর দরবারে শতকোটি শুকরিয়া আদায় করছি এবং আপনাদের সকলের কাছে দুই মেয়ের জন্যই দোয়া প্রার্থনা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..