এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শুধু বাস্তবতা মেনে চলে। চাক্ষুষ যা দেখে সেটাই তারা বিশ্বাস করে। তবে তারা অজানা বিষয়গুলোকে একেবারে অবাস্তব মনে করেন না। কিন্তু যারা অতি বাস্তববাদী তাদের রাজ্যে কল্পনার কোন স্থান নেই। কিছু মানুষ আছে বাস্তবতা ও কল্পনা মিশিয়ে বিশ্বাস করে। তারা বাস্তবতাকে যেমন বিশ্বাস করে আবার ধ্যানগড়া কল্পনাকেও মনে স্থান দেয়। আবার কিছু মানুষ আছে যারা শুধুমাত্র কল্পনার উপর ভর করে বেঁচে থাকে। এই শ্রেণীর মানুষের সংখ্যা কম। এই শ্রেণীর মানুষগুলো ক্ষতিকর। কারন তারা ইহজগতে থেকেও যেন নেই। কল্পনায় তাদের সর্বস্ব। তাদের দ্বারা এই জগতের অন্য মানুষদের কল্যাণ হওয়ার সম্ভাবনা খুব কম। কারন তাদের কল্পনার রাজ্যে আপনার আমার স্থান নেই। অতি বাস্তববাদীরাও ঠিক তদ্রুপ। কারন তাদের কাছে কল্পনা কিংবা অনুমানের কোন স্থান নেই। বাস্তবতার সংজ্ঞা দিতে গিয়ে দার্শনিকরা বলেছেন বাস্তবতা হচ্ছে জানা ও অজানার সমষ্টি। যারা অতি বাস্তববাদী তারা শুধু জানা বিষয়কে ধ্রুব সত্য বলে মনে করে। অথচ আমাদের অজানা জগতে যে অনেক বাস্তব সত্য লুকিয়ে আছে তা তারা বিশ্বাস করতে চায় না। আমাদের প্রত্যেকের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। আমরা অতি মানব নই। তাই নিজে যা সিদ্ধান্ত দিচ্ছি তাতেও ফের থেকে যায়। তাই আপনার সিন্ধান্ত যে স্বতঃসিদ্ধ সেটা ধরে নেয়া ভুল। যদি কল্পনা কিংবা অনুমান না থাকত এই পৃথিবীর অনেক অজানা রহস্য আবিষ্কার করা সম্ভব হত না। এমন অনেক সত্য উদ্ভাসিত হয়েছে যা একসময় শুধু কল্পনা করা হয়েছে কিন্তু পরবর্তীতে তা বাস্তবে রূপ নিয়েছে। একটা বিষয় আমরা সকলে জানি এই পৃথিবী সৃষ্টির পর যেই অবস্থায় ছিল দীর্ঘ সময়ের পরিক্রমায় তার আমূল পরিবর্তন হয়েছে। এই পৃথিবীর সব কিছুই তো আপেক্ষিক। আজ যা ধ্রুব সত্য কাল তা পরিবর্তিত হচ্ছে। হাজার বছর আগে মানুষ যা অতি বাস্তব বলে ধরে নিয়েছে হয়ত হাজার বছর পর এসে তার অস্তিত্বও নেই। অতি বাস্তব বাদীরা বলবেন এটা নেহায়েত কল্পনা মাত্র। আসলে কি তাই? অস্তিত্ব নেই বলে হাজার বছর আগে যার অস্তিত্ব ছিল আমরা কি তাকে অস্বীকার করতে পারি? কিংবা আজ আপনি যেটাকে অতি বাস্তব বলে ধরে নিচ্ছেন সময়ের আবর্তনে একদিন তার অস্তিত্ব থাকবে না। আমরা সবাই স্বীকার করি যে এই পৃথিবী একদিন ধ্বংস হবে। এই পৃথিবী যদি ধ্বংস হয় তখন অতি বাস্তবাদীদের ধ্যান ধারনাও কল্পনা হয়েই থাকবে। কারন এখন যা আপনার কাছে চিরন্তন সত্য বলে মনে হচ্ছে পৃথিবী ধ্বংস হলে তা পরিবর্তিত হবে। তাই নিজেকে অতি বাস্তববাদী বলে জাহির করার কিছু নেই। এই পৃথিবীর কোন কিছুই অতি বাস্তব নয়। সময়ের পরিবর্তনে সবকিছুর যেমন পরির্তিত হচ্ছে ঠিক তেমনি আজ যা আপনার কাছে ধ্রুব সত্য একদিন তা হয়তো অলিক কল্পনা হবে অন্যের কাছে।
Leave a Reply