কাস্মীর ভ্রমণ,পার্ট- ২ ( সংক্ষিপ্ত )
Gulmarg ,২৬/০৯/২২
———————
কাস্মীর ভ্রমণের প্রথম দিন ২৫ তারিখ জিরো পয়েন্ট আর সোনামার্গ ভ্যালি দেখার পর ২৬ তারিখ গিয়েছিলাম গুলমার্গ। গুলমার্গ সমতল থেকে সাড়ে ১৩ হাজার ফুট উপরে।ছবির মতন যায়গা। অনেক উঁচু তে হলেও দেখতে অনেকটা চারণভূমির মতন।সারা গুলমার্গ জুড়ে ঘোড়া আর ভেড়াদের পালের দেখা মিলেছে।সারি সারি পাইন গাছ গুলমার্গের সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে দিয়েছে।
গুলমার্গে প্রথমে আমরা গুলমার্গ গোন্ডোলা রাইডে উঠি। আমরা ফাস্ট ধাপে উঠলেও সেকেন্ড ধাপে নানা কারনে আর উঠা হয়নি।আমাদের মধ্যে একমাত্র ফারজানা আপা সেকেন্ড ধাপে উঠেন পরে উনার বিবারণ শুনে আমাদের সবার খুব খারাপ লেগেছিল সেকেন্ড ধাপ মিস করার জন্য।কারন সেকেন্ড ধাপে মেঘের অনেক উপরে নিয়ে যায়।রাইডে চড়া শেষ করে আমরা হোটেলে আসি। হোটেলটি প্রকৃতির মধ্যে অবস্থিত।দিনে তাপমাত্রা সেখানে সাভাবিক থাকলেও রাতে ছিল হাড় কাঁপুনি শীত।
দুপুরে আমরা হোটেলে খাওয়া দাওয়া শেষ করে একটু দূরে পাশে ছোট লোকাল মার্কেটে সবাই মিলে যাই। মার্কেটিং করে আমাদের সাথে কয়েকজন হোটেলে ফিরে গেলেও আমরা কয়েকজন সেখানে থেকে যাই। গাড়ি থেকে দুই একজন নেমে গিয়ে আমাদের সাথে যোগ দেয়।বিকালের মায়াবী আলোতে দূরের পাহাড়,সাদা মেঘ, চারণ ভুমিতে ভেড়া,ঘোড়াদের বিচরণ দেখে চা খাওয়ার মজাই আলাদা ছিল। সাথে পর দেশের মানুষ গুলোর সাথে ইন্টারেকশন এক ধরনের নতুন অনুভুতি তৈরী করেছিল। রাতে হোটেলে ফিরে এসে খাবার খেয়ে পরের দিন আপেল বাগানে যাবার জন্য তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পরি।চলবে—
Leave a Reply