1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মানের ওমেরায় আপনি পান আন্তর্জাতিক মানের নিরাপত্তা সাথে সঠিক তাপ আর পূর্ণ গ্যাস প্রেসার

  • আপডেট টাইম : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৩৫ বার

 

ফলে যেমন আপনার ব্যবসা চলে ঝামেলাহীন তেমনি প্রতিদিনের রান্না নিয়ে আপনি থাকেন নিশ্চিন্তে। এভাবেই আপনার আস্থায় ওমেরা হয়ে উঠেছে দেশের সেরা এলপি গ্যাস।

নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সমৃদ্ধ আগামীর পথে। সেলাই মেশিনের হুইল থেকে গাড়ির স্টিয়ারিং, তাদের হাতে গতি পাচ্ছে সমৃদ্ধির চাকা। গাড়ির জন্য বিকল্প জ্বালানি হিসেবে যেমন বেড়েছে এলপি গ্যাসের ব্যবহার তেমনি অন্যান্য পেশার পাশাপাশি নারীরা পেশা হিসেবে বেছে নিচ্ছে ড্রাইভিং। তাদের এই এগিয়ে যাওয়ায় পথে ওমেরা দিচ্ছে আন্তর্জাতিক মানের জ্বালানি, যা নিশ্চিত করছে নিরাপত্তা, চলাচলে এক্সট্রা মাইলেজ আর বিশ্বস্ততা। এভাবেই ওমেরা হয়ে উঠছে দেশের সেরা।

এলপি গ্যাস বা ক্লিন ফুয়েল বাসাবাড়ি, ব্যবসা কিংবা অটোগ্যাস ইন্ডাস্ট্রির জন্য যেমন ভালো তেমনি পরিবেশবান্ধব। আর সঠিক মান ও মাপের আন্তর্জাতিক মানের ওমেরা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরবচ্ছিন্ন সরবরাহের মাধ্যমে মেটাচ্ছে সবার চাহিদা, ভবিষ্যতের বিকল্প জ্বালানি হিসেবে হয়ে উঠেছে সবার আস্থার প্রতীক। ফলে ওমেরার সাথে তৈরি হচ্ছে নতুন প্রজন্মের জন্যে একটি সবুজ ও দূষণ মুক্ত আগামী। এই ধারা অব্যাহত থাকুক- এই কামনায় ওমেরার পক্ষ থেকে সবাইকে বিশ্ব এলপিজি দিবসের শুভেচ্ছা।

লাকড়ির ব্যবহার একই সাথে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ। অন্যদিকে এলপিজি ব্যবহারের কারণে প্রতিবছর হাজারো গাছ কাটা রোধ করা সম্ভব হচ্ছে। ফলে বনায়ন তৈরি করা সম্ভব হচ্ছে। তাই পরিবেশ বাঁচাতে এলপিজি ব্যবহার করি পাশাপাশি সচেতন হই, বৃক্ষরোপণ করি, একটা সবুজ পৃথিবী গড়ে তুলি।

 

সময়মতো এলপিজি সাপ্লাই নিয়ে টেনশন?
চিন্তা ছাড়ুন আর ঘরে বসেই অর্ডার করুন ওমেরা এলপি গ্যাস। এক ফোন কলেই দেশব্যাপী সময়মতো হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপি গ্যাস। ফলে থাকছেনা জ্বালানি গ্যাস নিয়ে চিন্তা আর মিটছে চাহিদা। আর এভাবেই ওমেরা হয়ে উঠছে দেশের সেরা এলপি গ্যাস।
অর্ডার করতে এখনি কল করুন- ১৬৭৯৭ নম্বরে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..