গত ১৩ মে মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে “ঢাকা কলেজ ৯২” বন্ধুদের অত্যন্ত জাঁকজমক পূর্ণ পরিবেশে এই ঈদ আনন্দমেলায় প্রায় দেড় শতাধিক বন্ধুরা অংশগ্রহণ করেন।
ক্ষনিকের এই বন্ধুদের আড্ডা গল্প আর আসরের মহামিলনে পরিণত হয়।
ঢাকা কলেজের ৯২ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অরাজনৈতিক,সমাজসেবা মূলক প্ল্যাটফর্ম “ঢাকা কলেজ ৯২” দীর্ঘ ২০ বছর ধরে আর্ত মানবতার সেবায় নিরলস ভাবে কাজ করে চলছে।
সংগঠনটি এ বছর ঢাকা কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
পাশাপাশি ঢাকা কলেজের পরিবেশ রক্ষার্থে স্বেচ্ছাসেবী ছাত্রদের দিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছে।
ঢাকা কলেজের শিক্ষক-ছাত্র কর্মকর্তাও কর্মচারীবৃন্দের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। তাছাড়া বন্ধুদের এই সংগঠনটি করোনা মহামারীতে সাধ্যমত মানুষের পাশে দাঁড়িয়েছে।
ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছে কোমলমতি শিশুদের সাথে।
সংগঠনের সভাপতি জনাব তৌফিকুল ইসলাম খান “ঈদ পুনর্মিলনী ২০২৩” আয়োজক বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করেন কৃষিবিদ ফিরোজ আহমেদ,গোলাম মাহমুদ সোহাগ, আতাউর রহমান আপেল,গাজী নাহিদুজ্জামান প্রমূখ। আলোচনা ও নৈশভোজ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আমন্ত্রিত অতিথি বন্ধুদের ধন্যবাদ জানিয়ে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন ফিরোজ আহমেদ।
Leave a Reply