বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না, এমন কি পা লাগিয়ে আদুর ও করবেন না ।
মনে রাখবেন বিড়াল একমাত্র মাংসা-সী প্রাণী যাকে-
আমাদের নবী হযরত মুহাম্মাদ (সাঃ) ভালোবেসে তার গায়ে হাত বুলিয়েছিলেন, কোলে বসিয়েছেন।
___বিড়াল সেই প্রাণী যে পবিত্র কাবার গিলাফে গা লাগিয়ে ঘুমায় ।
___বিড়াল সেই প্রাণী যার জন্য মক্কায় মুসল্লিগণ কাতার ভেঙে দাঁড়ায়, তাও তাকে কেউ স্থান থেকে উঠায় না ।
___বিড়াল সেই প্রাণী যাকে পানি পান করানোর জন্য মক্কায় আলাদা লোক নিয়োগ দেয়া হয় ।
___বিড়াল সবসময় নাপাক হতে দূরে থাকে, পবিত্র স্হানে থাকতে পছন্দ করে ।
___বিড়াল মানুষের মধ্যে থাকা খারাপ দৃষ্টি গুলো সারা-রাত্র চোষে ধংশ করে দেয় ।
___বিড়াল সেই প্রাণী যার মূখ লাগানো “এটো খাদ্য” আম্মা-জান আয়েশা মুখে নিয়েছেন
___বিড়াল সেই প্রাণী যার জিহবা চাটা পানিতে আল্লাহর হাবীব অযু করেছেন ।
___বিড়াল সেই প্রাণী যার পরিচয়ে পরিচিত হয়েছেন প্রিয় সাহাবী ও সর্বাধিক হাদীস বর্নাকারী আবু হুরায়রাহ (রা:) ।
(তারা অপবিত্র নয়, তারা তোমাদের আশেপাশে বিচরণকারীনি – তিরমিজি)
বাড়িতে বিড়াল রাখুন, কেননা “আল্লাহর রাসূল” বলেন বিড়ালের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়েছেন যা দিয়ে তাঁরা খারাপ জ্বীন-শয়তানের সাথে মোকাবেলা করতে পারে ।
বাড়িতে বিড়াল থাকলে বিশাক্ত কোনো , সাপ, গুইসাপ, ইঁদুর, ইত্যাদি বাড়িতে ঠুকে থাকতে পারে না___
বাড়িতে সবাই বিড়াল রাখুন তাতে সন্তানের উপরে খারাপ দৃষ্টি ও রোগ থেকে অনেক মুক্তি পাবেন “ইনশাআল্লাহ”
Leave a Reply