1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

সুরা বাকারা আয়াত নং ১৭৭ ### লুলু আখতার বানু সুগন্ধি

  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৬৮ বার
তোমরা তোমাদের মুখমন্ডল সমুহকে পুর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও এতেই কিন্তু সব নেকী নিহিত নেই —–” এট কি বললেন আল্লা ? পুর্ব দিকে বা পশ্চিম দিকে মুখমন্ডল ফেরানো মানে সালাত আদায় করা,তাতে সব নেকী নেই? আমরা তো সেটাকেই সব মনে করি কিন্তু বাস্তব হোল আল্লাহ এত গুরুত্বের একটা বিষয় এর গুরুত্ব কম করে দিলেন ?
না কমিয়ে দেন নাই — ওর চেয়েও আরো গুরুত্বপুর্ন কাজ করার দিকে আমাদের দৃষ্টি আকর্ষন করলেন– কি সেই গুরুত্বপুর্ন কাজ?
“—- তবে আসল নেকী হচ্ছে এই যে … ” আসুন দেখি কি সেই আসল নেকী?
“——- একজন মানুষ ইমান আনবে আল্লাহর উপর—“ আল্লাহর উপর ইমান আনা মানে শুধু মুখে বিশ্বাস করি বলা নয়। প্রতিটা কাজে কথায় এর প্রকাশ থাকতে হবে। সোয়া লক্ষ বার লাইলাহা জিকির করে আল্লাহর উপর ইমান প্রতিষ্ঠিত হয় না হয় নিজের জীবনের প্রতি পদক্ষেপে ইনসাফ প্রতিষ্ঠা করে।
“—“——- একজন মানুষ ইমান আনবে আল্লাহর উপর— শেষ দিবস এর উপর ফেরেশতা গনের উপর কিতাব সমুহের উপর ও নবীগনের উপর”——- এবার আসুন দেখা যাক শেষ দিবস বা পরকালে বিশ্বাস কি- আমরা যখন কোন কিছু করি আমাদের যদি পরকালে বিশ্বাস থাকে তাহলে করার আগে ভাবতে হবে সেইদিন আল্লাহর সামনে এই কাজের জন্য কি পরিনাম হতে পারে।
আজ আমি কাউকে তোয়াক্কা করিনা কিন্তু সেদিন কি আমি এই রকম লাতোয়াক্কা হতে পারব আজকের এই লাপরোয়া ভাবের জন্য কি আল্লাহ আমাকে ছেড়ে দিবেন? আমার গাড়ি দিয়ে এই যে কত অচেনা অজানা মানুষের পথ আটকে দিলাম আমি আগে যাব বলে—এই সব মানুষ কি সেদিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানাবে না – কারো রোগীর কষ্টের জন্য – কারো কর্মস্থলে দেরীর ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এবং এমন নানা রকম ক্ষতির কারনে ?
ফেরেশতাদের উপর ইমান আনবে মানে হল আল্লাহ যে যে ভাবে ফেরেশতাদের কথা বলেছেন সেই ভাব তাদের উপর ধারনা রাখা—“ আগে কিতাব নাজিল হয়েছে সেগুলো আল্লাহ নাজিল করেছেন , যারা সে অনুযায়ী আমল করে তাদের প্রতি সহযোগিতা রাখতে হবে ,——- হতে হবে সকল নবীর উপর শ্রদ্ধাশীল…।।
“—- এবং তাঁর (আল্লাহর) দেয়া ধন সম্পত্তির উপর ভালবাসা থাকা সত্বেও সে তা দান/ব্যায় করবে ——আত্মিয় স্বজন ইয়াতিম মিসকিন মুসাফীর ও সাহায্য প্রার্থীদের ও দাস মুক্তকরার কাজে। এবং সালাত প্রতিষ্ঠা করবে, জাকাত আদায় করবে, যারা প্রতিশ্রুতি দিলে তা পালন করে ক্ষুধা ও দারিদ্রের সময় ও বিশেষ করে (হক ও বাতিলের)যুদ্ধের সময় এরা ধৈর্য ধারন করে, এরাই হচ্ছে সত্যবাদী এবং এরাই হচ্ছে প্রকৃত আল্লাহভীরু মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..