অনিবার্য বিপর্যয় দুর্ভোগ দুর্দশা তাদের
নিন্দা কুৎসা অপমানে যারা অপদস্তকারী
ব্যঙ্গ বিদ্রুপ পরচর্চায় যারা কলঙ্ক কারবারি
বীজ বপনকারী বিচ্ছেদ বিবাদ বিভেদের।
ব্যাংক বিমা সিন্দুক সিন্ডিকেটে
যে কুক্ষিগত রাখে সম্পদ
জমিজমা প্রাসাদ প্রসাদ ভেবে ভাবে নিরাপদ
তার সম্পদ লাগে না কারো কোনো কল্যাণে
তারও কাজে আসবে না, প্রশান্তি ও পরিত্রাণে
চিরজীবী চিরসুখী হবে না কখনো সে নির্বোধ।
কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে জাহান্নামে
প্রবল দুর্বিপাকে নিষ্পেষিত হবে অনন্ত আগুনে
আল্লাহর নির্দেশিত সে আগুন
হিংস্রতায় প্রজ্জ্বলিত সে আগুন
ক্রোধোন্মত্ত প্রচন্ড সে আগুন !
যে হৃদয় তাড়িত করতো প্রবৃত্তি অভিমুখে
দগ্ধিভূত হবে তা ও
যে হৃদয় নিবৃত্ত রাখতো সত্য সুন্দর কল্যাণে
বিচূর্ণ হবে তা ও
নিরন্তর যন্ত্রণায় অন্তরীণ খিলানে অবরুদ্ধ
প্রলম্বিত স্তম্ভে স্থিত হবে তা ও।
Leave a Reply