1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

শতকরা ৯৪% মুসলমানের দেশে রাজপথে মূর্তি থাকতে পারে না : আল্লামা জুনায়েদ আল হাবীব

  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫৩১ বার
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহ-সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব একথা বলেন।
তিনি আজ ২০ নভেম্বর শুক্রবার, বাদ জুমা মোমেনশাহী জামিয়া ফয়জুর রহমান রহ. বড় মসজিদ এর উদ্যোগে, শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী এর স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, এদেশের আলেম ওলামা কেরামদের দেশ, এই দেশে কোন উলঙ্গ মূর্তি থাকতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন অন্যতম ব্যক্তি, আমরা চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই দেশের আলেম ওলামা কেরাম মসজিদ-মাদ্রাসায় তার রুহের মাগফেরাতের জন্য দোয়া করবে, কিন্তু তার মূর্তি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লাগিয়ে বেজ্জতি করা হচ্ছে।
এ সময় তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা কটুক্তি করে, তাদের বিরুদ্ধে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য উপস্থিত তৌহিদি জনতাকে উদ্বুদ্ধ করেন। এবং নবীকে নিয়ে যারা কটুক্তি করবে, তাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..