লাচ্চু তোমার লেখাটা পড়ে আমি অনেকটা আবেগাপ্লাত হয়ে পড়েছি । আমার দুই চোখ ঝাপসা হয়ে আসছে। ভাবি একজন স্নেহশীল মনের মানুষ ছিলেন । ছোটবেলার ফেলে আসা দিনগুলোর কথা মানুষ কখনও ভুলতে পারে না । তাই আমিও ভুলতে পারছি না ভাবিকে । কত কথা, কত স্মৃতি । ভাবি আমাকে খুব ভালোবাসতেন । আদর করে ভাবি আমাকে “বুনডি” বলে ডাকতেন। ফকিরহাট গেলে ভাবির সাথে দেখা, কথা হবে না । এ কথা মনে পড়লেই কষ্ট লাগে ।
সীমাবদ্ধ জীবনের অবসান ঘটিয়ে সবাইকে এ পৃথিবী থেকে বিদায় নিতে হয় । পিছনে পড়ে থাকে তার কর্মময় জীবন । ভাবির কাজের মধ্যে দিয়ে আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। ভাবির এই হঠাৎ করে চলে যাওয়ায় তোমরা ভাই-বোন মারাত্মকভাবে ভেঙ্গে পড়েছো । তোমাদেরকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই । মহান আল্লাহ তায়ালা তোমাদের ভাই-বোনদের এ শোক কাটিয়ে ওঠার তাওফিক দিন।
এমন বিদায়, এমন প্রস্থান তারই হয়, যিনি আল্লাহর প্রিয় বান্দা থাকে । মহান সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা – তিনি যেন শেষ বিচারের দিনে নিজ হাতে ভাবিকে পুরস্কার প্রদান করেন ।
দোয়া করি মহান আল্লাহ তায়ালা ভাবিকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন ।
{আমিন}
এ জাতীয় আরো খবর..
Leave a Reply