1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

বেসিনে গরম পানি ঢালার পূর্বে সতর্ক হোন!!

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৩১ বার
শায়খ বিন বাযকে জিজ্ঞেস করা হলো, বেসিনে গরম পানি ঢাললে কি জীনদের সমস্যা হয়?
উত্তরে বিন বায (রহ:) বলেন- “হ্যাঁ, বেসিনে কিংবা মাটিতে গরম পানি ফেলার আগে যেন ‘বিসমিল্লাহ’ পড়ি। এতে করে সেখানে কোনো বসবাসকারী থেকে থাকলে তারা সরে যাবে।
তিনি আরও বলেন, আমি একবার এক আছরগ্রস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম, তার ওপর সওয়ার হওয়া জ্বীনের কাছে জানতে চাওয়া হলো- কেন তুমি একে কষ্ট দিচ্ছো?
জ্বীন জানালো- সে গরম পানি ঢেলে বেসিনের পাইপে থাকা আমার ছেলেকে মেরে ফেলেছে তাই।
আমরা বললাম- সে তো জানতো না, সেখানে কেউ ছিল।
জ্বীন বললো- সে কেন ‘বিসমিল্লাহ’ পড়েনি?  (বিসমিল্লাহ) পড়লে আমরা সতর্ক হয়ে স্থানান্তর হয়ে যেতে পারি।”
(ফতোয়ায়ে বিন বায)
বেসিনে বা অন্য কোথাও গরম পানি ঢালার আগে অবশ্যই উচ্চ শব্দে ‘বিসমিল্লাহ’ পড়ে নিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..