আজ ২৮নভেম্বর ২৪ঈসায়ী বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায় মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জাকারিয়া মাহমুদ ও মাওলানা ইলিয়াছ আহমদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার মুহতামিম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি হাফিয মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরি হাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার নাযিমে তালীমাত মুফতি আনোয়ার হোসাইন শরিয়তপুরি, জামিয়ার সহকারি মুফতি মাওলানা মুহিউস সুন্নাহ হাফি. ও বেফাকের প্রকাশনা বিভাগের প্রধান মাওলানা নাইম উদ্দীন সাহেব।
জামিয়ার ফাযিল মাওলানা আজিজুর রহমান সাহেবের সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনে হাযির হন— জামিয়ার নবীন-প্রবীণ ফুযালা ও প্রাক্তন ছাত্রবৃন্দ। প্রত্যেকেই মনের মাধুরি মিশিয়ে জামিয়ার প্রতি সর্বোচ্চ ভালোবাসা রেখে স্বীয় অনুভূতি ব্যক্ত করেন। নূরে ভরপুর মাহফিলে নূরে ফুযালা ও প্রাক্তনদের পক্ষ থেকে বেশকিছু প্রস্তাবনা পেশ করা হয়।
আগামী বছর রাজধানীতে আল্লামা গহরপুরি রহ.’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করা—যা অন্যতম।
জামিয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরি হাফি. সেসব প্রস্তাবনায় ঐক্যমত পোষণ করে আয়োজকদের সাধুবাদ জানান। এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন এবং দশ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটিরও ঘোষণা দেন।
সবশেষে আখেরি মুনাজাতের মাধ্যমে নূরে ভরপুর মাহফিলে নূরের সমাপ্তি হয়।
Leave a Reply