অনেকেই আবার সুগন্ধিও ব্যবহার করে । এর নাম কি পর্দা বলে? না, এর নাম পর্দা বলে না ।
নারীর সাজসজ্জা পরপুরুষকে দেখানো, মাথায় উঠের কুজের মতো হিজাব বাঁধা, সুগন্ধি ব্যবহার করে বের হওয়া , এগুলো নিষিদ্ধ।
আজ কাল এমন ও দেখা যায় কিছু বোনরা বিভিন্ন রংয়ের ডিজাইন করা বোরকা পরে হাত মোজা পা মোজা পরে বের হন।
পর্দা কি রঙিন বোরকা পরে করতে হয় বোন? এতে কি পুরুষের আকর্ষণ পরে না?
এমন মনে করবেন না ডিজাইন বোরকা পরে হাত মোজা পা মোজা পারলেই পর্দা হয়ে যায়।
আম্মাজান আয়িশা রাদিআল্লাহু আনহা যে ঘরে থাকতেন যেখানে স্বামী এবং বাবাকে দাফন করা হয়েছে, সেই ঘরে প্রবেশের পর মাথার চাদর খুলে রাখতেন।
আয়িশা রাঃ মনে মনে বলতেন,
একজন আমার স্বামী এবং অন্যজন আমার বাবা।
পরবর্তীতে উমার রাঃ কে সেই একই ঘরে দাফন করা হলো। এরপর হতে আয়িশা রাঃ যখনই সেই ঘরে যেতেন, শরীরে চাদর পেঁচিয়ে যেতেন।
আম্মাজান আয়িশা রাঃ বলেছেন,
আল্লাহর কসম, যখন থেকে উমার রাঃ কে এই ঘরে দাফন করা হলো, তখন থেকে আমি যখনই ঐ ঘরে প্রবেশ করেছি, ‘উমারের কারণে লজ্জায় শরীরে চাদর পেঁচিয়ে রেখেছি।
(মিশকাত:১৭৭১)
মৃত মানুষের সামনেও যদি পর্দা করতে হয়, মৃত মানুষের সামনেও যদি লজ্জাবোধ রাখতে হয়, তাহলে আমাকে আপনাকে জীবিত মানুষের সামনে কি ভাবে পর্দা করতে হবে? একবার মন দিয়ে ভাবুন।
পর্দা এমন ভাবে করুন, যাতে করে কেউ আপনাকে দেখলে আপনার বয়স নির্ণয় না করতে পারে। আপনার পর্দা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে খুশি করানোর জন্য নয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply