একজন মহিলা বিচারকের কাছে গিয়ে বলল,অমুক ব্যক্তি আমার সাথে জোরপূর্বক ব্যভিচার করেছে।আপনি এর বিচার করুন,বিচারক সাহেব ঐ ব্যক্তিকে ডেকে এনে বললেন কেন তুমি ঐ মহিলার ইজ্জত লুন্ঠন করেছ? লোকটি তা অস্বীকার করল।বিচারক বললেন, এ মহিলাকে এত টাকা জরিমানা হিসেবে দিয়ে দাও। নিরূপায় হয়ে লোকটি বিচারকের নির্দেশে মহিলাকে টাকা দিয়ে দিল,যখন মহিলা বের হয়ে গেল।তখন বিচারক লোকটিকে বললেন তুমি গিয়ে মহিলা থেকে টাকাগুলো ফেরত নিয়ে আসো।লোকটি নির্দেশ পেয়ে দৌড়ে গেল,অনেক চেষ্টা করেও মহিলা থেকে টাকাগুলো ফেরত নিতে পারলো না।এমতাবস্থায় মহিলাটি আবার বিচারকের কাছে এসে বলল, লোকটি আমার কাছ থেকে টাকাগুলো নেয়ার জন্য অনেক চেষ্টা করেছে।কিন্তু আমি তাকে টাকাগুলো এখনো দেইনি।যদি আপনার নির্দেশ হয়, তাহলে দিয়ে দিবো।
বিচারক বললেন সে ব্যক্তি তোমার কাছ থেকে জোরপূর্বক টাকা নিতে সক্ষম হলো না।তবে তোমার ইচ্ছা ছাড়া কিভাবে তোমার সাথে ব্যভিচার করলো।সুতরাং সে তোমার ইচ্ছা ছাড়া তোমার সাথে ব্যভিচার করেনি।
Leave a Reply