ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করার পর পরবর্তিতে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় ,মেডিকেল কলেজ,কোথা থেকেও ভর্তি ফরম তুলি নাই।শুধু ভর্তি ফরম তুলেছি বুয়েট থেকে।ছোট বেলা থেকে একটাই স্বপ্ন ছিলো ইঞ্জিনিয়ার লুৎফর মামা যে বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার হয়েছেন সেখান থেকেই আমিও পড়ে ইঞ্জিনিয়ার হবো শুধু আমি নই,লুৎফর মামার মেয়ে রুমি আপা ,ছেলে পলাশ ,মামার ভাতিজা বুলবুল,মামার ভাগ্নি রুশু , রুশুর বোন এমুহূর্তে নাম মনে করতে পারছিনা মামার চাচাতো ভাই এর ছেলে মামুন ,আমার বেতুয়া গ্রামের ছেলে জাহিদ আমরা সকলেই বুয়েটে পড়েছি উনার পদাঙ্ক অনুসরন করেই। ইঞ্জিনিয়ার লুৎফর রহমান ছিলেন সকলের কাছে ইর্শনিয় অনুসরন ওঅনুকরন যোগ্য ব্যক্তিত্ব।উনার মেধার ধারে কাছেও আমরা কেউ ছিলামনা। উনি এসএসসি ,এইচএসসি তে ডবল স্ট্যান্ড করে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রধান প্রকৌশলী হয়েছিলেন।টাঙ্গাইল তথা সখিপুর ,বাসাইল ,কালিহাতীর অগনিত মানুষের কর্মসংস্হানের ব্যবস্হা করে দিয়েছেন।সেই ইঞ্জিনিয়ার লুৎফর মামা আমাদের মাঝে আর নেই । মামা আপনি পরপারে ভালো থাকুন।আমার দৃঢ় বিশ্বাস মহান রাব্বুল আলামীন তার মত করেই আপনাকে হেফাজত করবেন।সকলেই তার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া করবেন।আমিন।
Leave a Reply