1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, উন্নত জাতি গঠনে নতুন নতুন জ্ঞানের প্রয়োজন। আর বই হলো জ্ঞানের আধার স্মরণ – যদি কিছু মনে না করেন – খ্যাতিমান ব্যক্তিত্ব ফজলে লোহানী —– মেসবা খান ————– হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত… ——————————- লেখক শুভদীপ বন্দ্যোপাধ্যায় – – – “নেশার কাজল চোখে দিয়েছি, ঘুরিয়ে আঁচল আমায় বেঁধেছি আমার মনের ময়না তাকে এমনই ধরা যায়না ও ভালবাসতে শিখেছি হায় রে হায় রে হায়… “ #এভাবে_ই_হারিয়ে_যাই # খোরশেদ জহির খান এর নাটক “যে স্বপ্ন ভালোবাসি না” আমার ছোট ভাই মোঃ রকিব হাসান খান ২য় কন্যা সন্তানের বাবা হয়েছে “এ খালেক ফাউন্ডেশন” দেশ ও মানুষের কল্যাণে যথাসাধ্য প্রচেষ্টায়…………… মৃন্ময়ীর খোঁজে – – – – নাহিদ সোলতানা নিপা ভালোবাসার বাঁধন – – – – জি জে আফরোজ

লেখক শুভদীপ বন্দ্যোপাধ্যায় – – – “নেশার কাজল চোখে দিয়েছি, ঘুরিয়ে আঁচল আমায় বেঁধেছি আমার মনের ময়না তাকে এমনই ধরা যায়না ও ভালবাসতে শিখেছি হায় রে হায় রে হায়… “

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬৪ বার
বাংলা গানের বঙ্গজীবনের ‘খুকু’ শ্রাবন্তী মজুমদার নেশার কাজল চোখে দিয়ে, শাড়ি পরে সাতসমুদ্দুর তেরো নদীর পার থেকে ফিরলেন কলকাতায়। সঙ্গে বিলেত থেকে কলকাতা এলেন তাঁর স্বামী কলিন সাহেব । আমার কাছে সারাজীবনের প্রাপ্তি হয়ে থাকল একসঙ্গে জোড়ে শ্রাবন্তী মজুমদার ও তাঁর সাহেব হাবির সঙ্গে মুহূর্ত। নতুন বাংলা গান নিয়ে শ্রাবন্তী ফিরলেন স্বমহিমায়। তাঁর কন্ঠ যেন সেই সত্তর দশকের মাদকতায় থেমে আছে। সেই মাদকতা সেই লাস্য। বাংলার নয়নের মণি বোরলীনের সংসারের দিদিভাই নিজের সংসার করতে এই কলিন সাহেবের সঙ্গে পাড়ি দিয়েছিলেন সুদূর দ্বীপে। ‘প্রেমের খেলা কে বুঝিতে পারে?’ নব্বই দশকে হঠাৎই তাঁর বিদেশে পাড়ি। সাগরপারের Isle of Man এক নির্জন দ্বীপে পাতলেন ঘরকন্না।
‘কাউকে যদি ভালই বাসি সত্যি যেনই বাসি।
জীবন-মরণ দিয়ে যেন চাইব ভাল তার।
স্নেহ মায়া মমতাতে ভরাই গো সংসার।’
কজন দেখেছেন শ্রাবন্তী মজুমদারের স্বামীকে? ইনি কী শ্রাবন্তীর ‘নীল চোখ গীটারম্যান’? তিনি চিরকাল আড়ালেই থেকেছেন। আজও তাই। বাংলা ভাষাকে তিনি শ্রদ্ধা করেন, বাঙালি বউয়ের গানকে তিনি ভালবাসেন, পাশে থাকেন। অসম্ভব ভদ্র কলিন সাহেব। তাঁদের জুটি যেন চিরবসন্তের প্রতীক। একসময় সাতসমুদ্দুর তেরো নদীর পার থেকে ‘বিনি পয়সায় বিলেত’ বলে ট্রাভেল শো বাংলায় করতেন শ্রাবন্তী। সামনাসামনি আলাপ হল এই আড়ালে থাকা সাহেবের সঙ্গে। যিনি কলকাতাকে ভালবেসে আমাদের আপন করে নিয়েছেন। শ্বশুরবাড়ির বাঙালি খাবারেই তিনি এখন স্বচ্ছন্দ। শালা শালীদের আদরের জামাইবাবু। নতুন করে কলকাতা শহরকে আত্মস্থ করছেন সাহেব। শ্রাবন্তী বলেন “আমি খুব মেমসাহেব,আমি আবার অতটাই বাঙালি। আমি চিরকাল শাড়ি পরেই সব কাজ করেছি।” প্রথম দেখায়
শ্রাবন্তীদিকে দেখা হতেই বললাম “শাড়ি পরে আপনাকে চমৎকার লাগছে!” শ্রাবন্তীদি লাজুক হয়ে বললেন “আমার বরকে বলো, ঐ আমায় বলেছে আজকে কলকাতায় এসছি যখন শাড়ি পরতে”। আর চোখে সেই নেশার কাজল! শ্রাবন্তী কথায় “আমার ধ্যাবড়া করে পরা চোখের কাজল আমার ইউএসপি। বিলেতের মেমসাহেবরা বলেন “আমাদের একটু শিখিয়ে দেবে চোখে কী ভাবে কাজলটা পরো”।
এই জুটির সাথে দেখা হওয়া এক স্বপ্নমুহূর্ত যেন। কলিন সাহেব ভীষণ খুশি হলেন। শ্রাবন্তীদি আপ্লুত। মধুময় হোক চিরবসন্তের জুটি শ্রাবন্তী-কলিন। ভালবাসা শ্রদ্ধা।
‘শতফুল বিকশিত হোক, মনেমনে এই শুধু চাওয়া’,
সব কুড়ি কুসুমিত হোক, চাই শুধু সেই আবহাওয়া’
লিঙ্কে দিলাম কিংবদন্তী সুধীন দাশগুপ্তর ছেলে সৌম্য দাশগুপ্তর সংগীত পরিচালনা ও শৌভিক মিশ্রের কথায় শ্রাবন্তী মজুমদারের এক্সক্লুসিভ নতুন বাংলা গানের লিঙ্ক। শুনবেন কিন্তু সেই গলা সেই আমেজ সেই প্রাণ।
Sravanti Mazumdar Sravanti Mazumdar
No description available.
শুভদীপ বন্দ্যোপাধ্যায়
বিশিষ্ট লেখক,সাংবাদিক ও বাংলা চলচ্চিত্র গবেষক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..