1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

Z Well Peace Garden এ মাত্র ৪১ লক্ষ্য টাকায় ১২১০ বর্গফুটের ফ্ল্যাট , ৩৩৮৮ টাকা বর্গফুট।

  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৩৪ বার

বাজার মূল্যের ৫০% কম খরচে রাজধানীর মিরপুরে ফ্ল্যাট কিনুন।
বড়বাগ ,মিরপুর ২,ঢাকা,৬০ ফুট প্রশস্থ রাস্তা পাসে, দক্ষিণ মুখী।
ফ্ল্যাটের জমির শেয়ার বুকিং চলছে।
@@ আর মাএ ৭ টি শেয়ার বাকী।)@@
প্রজেক্টের নামঃ Z Well Peace Garden.
বিল্ডিং টাইপঃ G+9।
শেয়ার সংখ্যাঃ ২৭টি
প্রতি ফ্লোরে ইউনিট সংখ্যাঃ ৩টি।
ফ্ল্যাটের জমির শেয়ার মুল্যঃ ১৯ লক্ষ টাকা।
বুকিং ২ লক্ষ্য টাকা,২ মাস পর জমি রেজি: সময় ১৭ লক্ষ্য প্রদান করতে হবে ।
বাকি ২২ লক্ষ্য টাকা ২ বছর কিস্তের প্রদান এর সুযোগ
ফ্ল্যাট সাইজঃ ১২১০ (±) বর্গ ফুট
★৩ বেড, ৩ বাথ, ২ বারান্দা, ১ ড্রয়িং, ডাইনিংও কিচেন।
★ ৮ প্যাসেঞ্জার লিফট ১টি,
★সাব-ষ্টেশন, জেনারেটর ও সিসি টিভি ক্যামেরা।
# এপিজি গ্যাস সংযোগ থাকবে ।
প্রকল্পের আওতায় যা যা থাকছেঃ-
প্রেয়ার রুম, গেস্ট রুম, ছাদে কমিউনিটি স্পেস, চিলড্রেন প্লে গ্রাউন্ড, সবুজ বাগান, বার-বি-কিউ কর্ণার প্রভৃতি।
এছাড়া ২০০/৩০০ গজ পাশেই রয়েছে ২ নম্বর কাঁচাবাজার, মনিপুর স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর বিশ্ববিদ্যালয়, মিরপুর শিশু হাসপাতাল, মিরপুর স্টেডিয়াম ইত্যাদি।।
উল্লেখিত টাকা পরিশোধ করে জমির মালিক হউন এবং পরবর্তীতে নির্মাণ ২২ লক্ষ্য খরচ কিস্তিতে পরিশোধ করে ফ্ল্যাট টি তৈরি করুন।
শুধু আগ্রহী ক্রেতাগন বিস্তারিত জানতে/জমির শেয়ার বুকিং দিতে/প্রজেক্ট ভিজিট করুন।
যোগাযোগঃ
01713201960
অথবা
01973201960
জেড ওয়েল হোমস (প্রা:)লি:
আনুষ্কা ভবন (৬ ষষ্ঠ তালা)
বাড়ী#২৩, রোড# ০১, ব্লক-খ, সেকশন-৬, মিরপুর-১০ ঢাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..