1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১২:১১ অপরাহ্ন

পর্যটন রাজধানী এবং বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বিনিয়োগের এখনই সময় মাত্র ১ লক্ষ টাকা ডাউনপেমেন্ট করে আপনিও হতে পারেন কক্সবাজার পর্যটন ব্যাবসায় ফাইভ স্টার হোটেলের একজন গর্বিত মালিক ………

  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৩২ বার

এছাড়াও আপনি বিভিন্ন প্যাকেজে বিনিয়োগের মাধ্যমে হতে পারবেন এক্সিকিউটিভ সুইটস সহ অন্যান্য ডিলাক্স রুমের মালিক।
কক্সবাজার বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র, যেখানে বছর জুরে চলতে থাকে লক্ষ লক্ষ পর্যটকদের আনাগোনা এবং চাহিদা অনুযায়ী হোটেল সংখ্যা সীমিত থাকায় এখানে তৈরি হয়েছে হোটেল ব্যবসায়ে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা। তাই দেরি না করে এখনি বুকিং করুন আর হয়ে যান ফাইভ স্টার হোটেলের একজন গর্বিত মালিক।
The cox crown মূলত ROSA (পল্লী সংস্থা) N.G.O এর প্রোজেক্ট ১৯৯২ সাল থেকে ROSA বিভিন্ন সামাজিক ও উন্নয়নমুলক প্রকল্প নিয়ে কাজ করছে।
তাই N.G.O এর নিজস্ব প্রজেক্ট The Cox Crown এ বিনিয়োগ করুন… নিশ্চিত ভবিষ্যৎ গরুন…!
এছাড়াও সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে কক্সবাজার-এ পর্যটন কাঠামো নির্মাণে ২৫টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিনিয়োগ হবে “২ লাখ ৩৪ হাজার কোটি টাকা”।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছেঃ
1️⃣ কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন
2️⃣ আধুনিক হোটেল- মোটেল নির্মাণ
3️⃣ চট্টগ্রাম কক্সবাজার রেলপথ নির্মাণ
4️⃣ মহেশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ
5️⃣ ইনানি সৈকত উন্নয়ন
6️⃣ টেকনাফের সাবরায়েং ইকো ট্যুরিজম পার্ক নির্মাণ
7️⃣ চকোরিয়ায় মিনি সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন
8️⃣ ডুলাহাজরা সাফারি পার্ক আধুনিকায়নসহ ইত্যাদি
প্রকল্প পরিদর্শন ও বিস্তারিত তথ্য জানতে কল করুনঃ 01713-269591
01713-269592

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..