শেষ কবে খালি পায়ে শিশির ছুঁয়েছেন? জোনাকি পোকার আলোর পিছে ছুটেছেন? কিংবা ঝিঁঝিঁপোকার ডাকে আত্মভোলা হয়েছেন? গ্রামের উঠোনে চাচাতো – জেঠাতো, মামাতো – ফুপাতো ভাই বোন আর পাড়া পড়শীর সাথে শেষ কবে আড্ডা দিয়েছেন তাও হয়তো অনেকেরই মনে নেই আমাদের! সময় আর দুরত্বের অযুহাতে হয়ত বলব – বহুকাল হলো এইতো? ইট পাথরের এই শহরে সূর্যোদয় সূর্যাস্ত কিংবা পূর্ণ চাঁদের লহর কিছুই উপভোগ করা হয় না। বুক ভরে সতেজ বাতাস নিয়ে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাইলেও উপায় নেই, সপ্তাহের এক দুইদিন এর বন্ধে প্ল্যানিং করার মতো কিছু থাকে না, এইসব হাপিত্যেশ আর ব্যস্ততার মাঝে স্বপ্নীল প্রত্যাশাগুলো এলোমেলো উঁকিঝুঁকি দিলেও নিরুপায় ইচ্ছেগুলো দীর্ঘশ্বাস ছাড়ে আর উবে যায় প্রতিনয়ত। নাহ, আশাহত হবার কিছু নেই! চলুন স্বপ্নে নুড়ি কুড়াই আর কল্পনার ডানা মেলে দিয়ে সাদাকালো ইচ্ছেগুলোকে রঙিন করে তুলি! ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামে প্রায় ২১৬ শতক নিজস্ব পারিবারিক জায়গার উপর নির্মিত হতে যাচ্ছে “আমাদের বাড়ী”! স্বপ্ন সাধ্য আর বাস্তবতার অপূর্ব সম্মীলনের সৃষ্টি “আমার রিসোর্ট, আমিই মালিক” ফুল ফার্নিশড প্রতিটি ইকো ফ্রেন্ডলী স্যুট তৈরি হচ্ছে নিবিড় ভালবাসা আর গভীর মমতা দিয়ে, আপনি কেবল উঠে পড়বেন যে কোন সময়! সুইমিং পুল, লেক, জিমনেশিয়াম, পুকুর , ফলবাগান সহ কল্পনার সব কিছুই পেয়ে যাবেন এক্কেবারে হাতের মুঠোয়। নিরাপত্তার কারণে ২৪ ঘন্টা সিসিটিভি ও সিকিউরিটির ব্যবস্থা তো থাকছেই। প্রতিটি স্যুট হতে স্নিগ্ধভোরের সূর্যোদয় কিংবা প্রাইভেট রিসোর্টে বসে বিকেলের মনোরোম শীতল বাতাস গোধূলি লগন সহ সব কিছুই আরামদায়ক এক শান্ত পরিবেশ থেকে দেখার সুযোগ থাকছে। রিসোর্ট প্রাঙ্গণে থাকছে সারি সারি ফুল ফলের বাহারি সব দৃষ্টি শীতল করা বাগান। দিঘি কৃষ্ণচূড়া’র শানবাঁধানো পাড়ে বসে কফির চুমুকের সাথে চলতে পারে বড়শি ফেলে মাছ ধরা, প্রিয়জনের সাথে দুলতে পারেন দোলনায়, ইচ্ছে হলে সুইমিং পুলের নীলজলে ভাসিয়ে দিতে পারেন নিজেকে! স্বপ্নে নুড়ি কুড়ানোর মতো কল্পনাগুলো চাইলেই মুঠো ভরে ছড়িয়ে দিতে পারেন প্রিয়জনের হৃদয় মাঝে।
আমাদের বাড়ী’র
আমাদের সাথে কথা বলতে
এক্ষুণি ফোন করুন:
০১৮৪৪৫৮৩০৫০, ০১৮৪৪৫৮৩০৬০ হটলাইন ১৬৭৫৬
Leave a Reply